Advertisement
Advertisement

Breaking News

ভুবনেশ্বর হাসপাতালের অগ্নিকাণ্ডে গ্রেফতার সুপার-সহ ৪

হাসপাতালের গাফিলতিতে রীতিমতো ক্ষুব্ধ স্বাস্থ্য মন্ত্রকও৷

Medical superintendent, fire safety officer among 4 staff members arrested in Bhubaneshwar hospital fire case
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 18, 2016 9:46 pm
  • Updated:October 18, 2016 9:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভুবনেশ্বর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে মেডিক্যাল সুপারিনটেনডেন্ট-সহ চারজনকে গ্রেফতার করল পুলিশ৷এদের মধ্যে আছে ফায়ার সেফটি অফিসার ও ইলেকট্রিক বিভাগের দু’জন কর্মী৷

সোমবার সন্ধ্যায় বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছিল প্রায় ২৪ জনের৷ ঘটনায় তদন্তের নির্দেশ দেয় রাজ্য সরকার৷ প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে জানা গিয়েছিল৷ তবে হাসপাতালে অগ্নি নির্বাপক ব্যবস্থা যথাযথ ছিল না বলেই মনে করা হচ্ছে৷ মঙ্গলবার ওই হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট-সহ চারজনকে গ্রেফতার করা হয়৷ হাসপাতালের ফায়ার সেফটি অফিসার-সহ বিদ্যুৎ বিভাগের দুই কর্মীকেও গ্রেফতার করা হয়েছে৷ জানা যাচ্ছে, ২০১৩ সালে হাসপাতালের অগ্নি নির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখা হয়৷ সে সময় বেশ কিছু ব্যবস্থা নিতে বলা হয়েছিল, যদিও তা নেওয়া হয়নি বলেই অভিযোগ৷ হাসপাতালের এই গাফিলতিতে রীতিমতো ক্ষুব্ধ স্বাস্থ্য মন্ত্রকও৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement