Advertisement
Advertisement

Breaking News

ধর্ষণ-কাণ্ডের মেডিক্যাল রিপোর্টে আশারাম বাপুকে ক্লিনচিট

আধ্যাত্মিক গুরুর মুক্তির দাবিতে সোশ্যাল মিডিয়ায় সরব হেভিওয়েট অনুরাগীরা৷

Medical Reports Says Asaram Is Clean
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 13, 2016 5:08 pm
  • Updated:October 13, 2016 5:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেডিক্যাল রিপোর্টে ক্লিনচিট দেওয়া হল স্বঘোষিত গুরু আশারাম বাপুকে৷ রিপোর্টে জানানো হয়েছে, ধর্ষণ কিংবা শারীরিক নিগ্রহের কোনও প্রমাণ মেলেনি বাপুর বিরুদ্ধে৷ যা সামনে আসতেই বিতর্কিত ওই ধর্মগুরুর মুক্তির দাবিতে সরব হয়েছেন তাঁর হেভিওয়েট অনুরাগীরা৷

২০১৩ সালে এক ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে যোধপুর থেকে গ্রেফতার করা হয় আশারাম বাপুকে৷ তারপর থেকে বারবার নিজের জামিনের আবেদন করেছেন ৭৫ বছরের স্বঘোষিত ধর্মগুরু৷ আদালতকে জানিয়েছেন, যৌন নিগ্রহ করার মতো শারীরিক সক্ষমতাই নেই তাঁর৷ তাঁর জামিনের আবেদন খারিজ করেই মেডিক্যাল পরীক্ষার নির্দেশ দিয়েছিল আদালত৷ সেই পরীক্ষার রিপোর্টই ধর্মগুরুর পক্ষে গিয়েছে বলে জানা গিয়েছে৷

Advertisement

রিপোর্টের কথা সামনে আসতেই ফের তাঁর মুক্তির দাবিতে সরব হয়েছেন রাজ ঠাকরে, সুব্রহ্মণ্যম স্বামী, ভিএইচপি নেতা অশোক সিংঘলরা৷ সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়েছে ‘বেল ফর বাপুজি’ ট্যাগ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement