সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গিগোষ্ঠী জৈশ-ই-মহম্মদের প্রধান মৌলানা মাসুদ আজহার এবার পাকিস্তান সরকারের কাছে ভারতের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করার অনুমতি চাইল৷ আজহারের বক্তব্য প্রকাশ্যে আসার পরেই কার্যত পাকিস্তানের সঙ্গে জঙ্গিগোষ্ঠীর আঁতাত আরও স্পষ্ট হয়ে গেল বলেই মনে করা হচ্ছে৷ মাসুদ আজহার দাবি করেছে, এই মুহূর্তে পাক-ভারত সমস্যার নিষ্পত্তিমূলক কোন পদক্ষেপ না নিলে, পাকিস্তানের কাশ্মীর দখল করার ঐতিহাসিক সুযোগ হাত ছাড়া হবে৷ তাই তার অনুরোধ, সাহসিকতার পরিচয় দিক পাকিস্তান প্রশাসন৷
জেহাদ ঘোষণার অনুমতি পেলেই কাশ্মীর ও অন্যান্য সব সমস্যার স্থায়ী সুরাহা হবে বলেই মত জৈশ-ই-মহম্মদ প্রধানের৷ এই জঙ্গিগোষ্ঠীর মুখপত্র আল-কালামে তিনি ভারতীয় সেনাদের ক্ষমতার উপর সন্দেহ প্রকাশও করেছে৷ উরি এবং পাঠানকোট হামলার প্রসঙ্গ টেনে সে দাবি করে, ভারতীয় সৈনিকদের পক্ষে জঙ্গি হামলা আটকানো সম্ভব নয়৷ শুধু এইটুকুই নয় আজহার সার্ক প্রসঙ্গেও মুখ খুলেছে৷ ভারতের সার্ক বয়কটের সিদ্ধান্তকে ব্যঙ্গ করে তার দাবি, সার্ক বয়কট করা উচিত পাকিস্তানের৷ আজহার মনে করে কাশ্মীরে জেহাদের যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে খানিক দমে গিয়েছে ভারতীয় সেনা, এখন সেই সুযোগের সদ্ব্যবহার করতে হবে৷ আর তাই ভারতের বিরুদ্ধে একজোট হয়েই লড়তে চায় তারা৷
উল্লেখ্য, পাঠানকোট আক্রমণের পর পাকিস্তান ভারতকে আশ্বস্ত করেছিল দেশের মাটিতে জঙ্গিগোষ্ঠীগুলিকে নিয়ন্ত্রণ করার সবরকম প্রচেষ্টা করবে প্রশাসন৷ কিন্তু বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে অনেকেই মনে করছেন, পাকিস্তান প্রশাসন জঙ্গি গোষ্ঠীগুলিকে নিয়ন্ত্রণ করার কোনও প্রচেষ্টাই এই মুহূর্তে করছেন না উপরন্তু তাদের কার্যকলাপ আরও স্পষ্ট করে দিচ্ছে ভারতকে পরাস্ত করতে একজোট হয়ে লড়াই করার চিন্তা ভাবনাও জঙ্গিদের মধ্যে রয়েছে৷ কয়েকদিন আগেই আরেক জঙ্গিগোষ্ঠীও ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানিয়েছিল৷ যদিও, পাকিস্তান প্রশাসন এই বিষয়ে কোনও মন্তব্য করেনি৷ কিন্তু জঙ্গিগোষ্ঠীর এমন অনুরোধ প্রকাশ্যে চলে আসায় খানিক অস্বস্তিতেই পরেছে নওয়াজ শরিফ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.