Advertisement
Advertisement

আম্মার আরোগ্য কামনায় হাসপাতালের বাইরে অনুরাগীদের জমায়েত

দূরদূরান্ত থেকেও বহু ব্যক্তি হাসপাতালের আশেপাশে সাময়িক সময়ের জন্য বাড়িভাড়া নিয়ে থাকতে শুরু করেছেন বলেও জানা গিয়েছে৷

Many skip work, camp outside Apollo hospital for Amma
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 18, 2016 5:31 pm
  • Updated:October 18, 2016 5:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরেই শারীরিক অবস্থা ভাল নেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার৷ চিকিৎসাধীন অবস্থায় তিনি বর্তমানে অ্যাপোলো হাসপাতালে ভর্তি৷ তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসক এবং দলের তরফ থেকেও বিশেষ কোনও তথ্য দেওয়া হচ্ছে না৷ আর তাই এআইএডিএমকে সুপ্রিমোর শারীরিক অবস্থা নিয়ে জল্পনা তুঙ্গে৷ আম্মার স্বাস্থ্যের খবরাখবর না পেয়ে হাসপাতালের বাইরেই ভিড় জমিয়েছেন তাঁর সমর্থকরা৷ নিজেদের বাড়ি-ঘর, পরিবার-পরিজন ছেড়ে হাসপাতালের বাইরে ক্যাম্প করে থাকতে শুরু করেছেন বহু মানুষ৷ তাঁদের জীবনে আম্মার সুস্থ হয়ে ওঠার খবরই এখনও সর্বাধিক গুরুত্বপূর্ণ৷

এআইএডিএমকে কর্মী লিলি কল্পনা এবং পার্টির বহু সদস্য পাকাপাকিভাবে হাসপাতালের সামনে ক্যাম্প করে থাকতে শুরু করেছেন৷ তিনি জানিয়েছেন, “যবে থেকে নেত্রী হাসপাতালে ভর্তি রয়েছেন, আমরা তবে থেকেই হাসপাতালের বাইরে ওনার জন্য প্রচার চালাচ্ছি৷ আর ওঁর আরোগ্য কামনা করছি৷”

Advertisement

এর পাশাপাশি দূরদূরান্ত থেকেও বহু ব্যক্তি হাসপাতালের আশেপাশে সাময়িক সময়ের জন্য বাড়িভাড়া নিয়ে থাকতে শুরু করেছেন বলেও জানা গিয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement