সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে বিজেপি-কংগ্রেসের চাপান-উতোরে এবার মুখ খুললেন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর৷ জানালেন, অতীতে কোনও সার্জিক্যাল স্ট্রাইক হয়নি৷ যা হয়েছে তাকে বড়জোর কভার্ট অপারেশন বলা যেতে পারে৷
সার্জিক্যাল স্ট্রাইকের সাফল্য নিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে কোমর বেঁধে নেমেছে আরএসএস ও বিজেপি৷ যদিও প্রধানমন্ত্রী নিজে বলেছেন, এ নিয়ে বড়াই না করতে৷ কিন্তু নিচুতলার কর্মীরা উচ্ছ্বাস চেপে রাখতে নারাজ৷ কৌশলগতভাবেই বিজেপি পাক জঙ্গি নিধনের সাফল্যকে রাজনৈতিক হাতিয়ার করে তুলেছে৷ পাল্টা আক্রমণ করেছে কংগ্রেসও৷ একদিকে যেমন রাহুল গান্ধী মোদিকে ‘মওত কা সওদাগর’ বলেছেন, জওয়ানের রক্ত নিয়ে ‘দালালি’র অভিযোগ তুলেছেন, অন্যদিকে কংগ্রেসের দাবি, সার্জিক্যাল স্ট্রাইক ইউপিএ সরকারের আমলেও হয়েছিল৷ কিন্তু বিজেপি সরকারের মতো তার সাফল্য প্রচার করা হয়নি৷ তবে এদিন প্রতিরক্ষা মন্ত্রী সে দাবি খারিজ করে দিলেন৷ জানালেন, তিনি যতদূর জানেন এরকম কোনও সার্জিক্যাল স্ট্রাইক অতীতে হয়নি৷ যা হয়েছে তাকে তিনি ‘কভার্ট অপারেশন’ বলছেন৷ অর্থাৎ আগে শত্রু খতম করে পরে তা সরকারকে জানানো হয়েছে৷ কিন্তু সার্জিক্যাল স্ট্রাইকের ক্ষেত্রে প্রশাসনই সিদ্ধান্ত নিয়েছে৷ পরিকল্পনা মাফিক শত্র্রুপক্ষের জঙ্গি লঞ্চপ্যাডে হানা দিয়ে ধ্বংস করা হয়েছে৷ এ ধরনের অপারেশন আগে কখনও হয়নি বলেই দাবি পারিক্করের৷
যদিও এদিন সার্জিক্যাল স্ট্রাইকের সব কৃতিত্ব তিনি সেনাদের হাতেই তুলে দিয়েছেন৷ প্রধানমন্ত্রীর দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতারও তারিফ করেছেন তিনি৷ তবে তাঁর সাফ কথা, এই সাফল্য ও কৃতিত্ব দেশ ও সকল দেশবাসীর৷ তা কোনও রাজনৈতিক দলের ব্যক্তিগত সম্পত্তি নয়৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.