Advertisement
Advertisement

পাকিস্তান আর নরক সমার্থক, কাশ্মীর ইস্যুতে দৌত্য বাতিল পারিক্করের

“পাকিস্তানে যাওয়া ও নরকে যাওয়া একই ব্যাপার৷”

 Manohar Parrikar compares Pakistan As Hell
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 17, 2016 2:19 pm
  • Updated:August 17, 2016 2:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিছিন্নতাবাদ ও সন্ত্রাসকে মদত দেওয়ার প্রশ্নে পাকিস্তানকে যে কোনও রেয়াত করবে না ভারত তা আরও একবার জানিয়ে দিলেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর৷ এবার পাকিস্তানকে নরকের সঙ্গে তুলনা করলেন তিনি৷ জম্মু ও কাশ্মীর নিয়ে পাকিস্তানের বৈঠকের আমন্ত্রণও ফেরাল ভারত৷

সত্তরতম স্বাধীনতা দিবসেই সন্ত্রাসবাদ প্রসঙ্গে দেশের কঠোর মনোভাব ব্যক্ত করেছিলেন প্রধানমন্ত্রী৷ বালুচিস্তান, গিলগিতের মানুষরা তাঁকে ধন্যবাদ জানিয়েছেন বলে, পাক অধিকৃত কাশ্মীর যে ভারতেরই অংশ প্রকারন্তরে তা স্পষ্ট করে দেন তিনি৷ সেই সঙ্গে জানান, যে কোনও মূল্য দেশের মাটিতে সন্ত্রাস দমন করা হবে৷ একই সুর শোনা গেল প্রতিরক্ষামন্ত্রীর কথাতেও৷ বরং তিনি আরও আক্রমনাত্মক৷  স্বাধীনতা দিবসেই পাক সেনার হানা প্রসঙ্গে তিনি জানান, “আমাদের জওয়ানরা পাঁচ হানাদারকে পাকিস্তানে ফেরত পাঠিয়েছে৷ পাকিস্তানে যাওয়া ও নরকে যাওয়া একই ব্যাপার৷”

Advertisement

সন্ত্রাসে উসকানি দিলে যে ভারতও যে পাকিস্তানকে যোগ্য জবাব দেবে প্রতিরক্ষামন্ত্রীর এ কথাতেই তা স্পষ্ট৷ তিনি নিজে বলেওছেন যে, প্রত্যেকটা আক্রমণের উত্তর দেবে ভারতীয় সেনা৷ প্রসঙ্গত, কাশ্মীর নিয়ে দেশজুড়ে যে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা পাকিস্তানের মদতেই৷ কাশ্মীরকে পাকিস্তান বানানোর প্রতিশ্রুতি শোনা গিয়েছিল সে দেশের প্রধানমন্ত্রীর মুখেই৷ মৃত হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির প্রতি কাশ্মীরি মানুষের আবেগকে সামনে রেখে যে রাজনীতি করছে পাকিস্তান, প্রতিরক্ষা মন্ত্রকের তরফে তার কড়া জবাব দেওয়া হচ্ছে৷ যদিও এর মধ্যে পাকিস্তানের তরফে দ্বিপাক্ষিক বৈঠকের ইঙ্গিত দেওয়া হয়েছিল, কিন্তু স্বরাষ্টমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে সে-দেশে যে ব্যবহার করা হয়েছে তা মোটেই ভাল চোখে নেয়নি ভারত৷ পাক অধিকৃত কাশ্মীর নিয়ে পাকিস্তানের অনড় অবস্থান ও বালুচিস্তানে জঙ্গি হানার জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিও পাক সফর বাতিল করেছেন৷ সামগ্রিকভাবে পাকিস্তান সম্পর্কে ভারতে মনোভাবটিই এতে স্পষ্ট৷ একই সঙ্গে সন্ত্রাস ও দৌত্য চলা যে ভারত কোনওভাবেই মেনে নেবে না, তারই ইঙ্গিত ছিল এই ধরনের পদক্ষেপে৷ পারিক্করের এ মন্তব্য যেন তা আরও খোলাখুলি জানিয়ে দিল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement