Advertisement
Advertisement

এবার কিয়স্ক থেকে অংশগ্রহণ করুন ‘মন কি বাত’-এ

মোদির 'মন কি বাত' অনুষ্ঠানের জন্য দেশের ৮ শহরে তৈরি হচ্ছে কিয়স্ক

Mann Ki Baat kiosks to be set up in 8 cities this month for wider feedback
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 11, 2016 7:51 pm
  • Updated:July 11, 2016 7:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টোল ফ্রি হেল্পলাইন নম্বর ও ওয়েবসাইটের পর প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠানে সাধারণ মানুষদের অংশগ্রহণের জন্য গড়ে তোলা হবে কিয়স্ক৷

অনুষ্ঠানটির আয়োজকদের সূত্রে জানানো হয়েছে, ওই কিয়স্ক থেকে ফোন করে তাঁদের সমস্যার কথা ‘মন কি বাত’ অনুষ্ঠানের উদ্যোক্তাদের জানানো যাবে৷ আপাতত এরকম আটটি কিয়স্ক গড়ে তোলা হবে, পরে ধীরে ধীরে আরও বেশি সংখ্যক কিয়স্ক স্থাপন করা হবে৷ চলতি মাসের শেষে হরিদ্বার, গোরখপুর, ইন্দৌর, পুদুচেরি, দেরাদুন, উদয়পুর, ভিলওয়ারা ও চেন্নাইতে গড়ে তোলা হবে কিয়স্কগুলি৷ কোনও রাজনৈতিক রং দেখে নয়, সাধারণ মানুষের সমস্যাকে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে তুলে ধরতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে৷ মন কি বাত-এর প্রতিটি এপিসোডে বহু মানুষ ফোন করে, চিঠি লিখে বা মেল করে তাঁদের সমস্যা জানান৷ এবার এই কিয়স্কে এসে তাঁরা সমস্যা জানাতে পারবেন৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement