Advertisement
Advertisement

পাসপোর্টে পিতৃপরিচয় না রাখার সওয়াল মানেকার

সিঙ্গল মাদারদের হয়ে সওয়াল শুরু করলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মানেকা গান্ধী৷

Maneka-Gandhi-bats-for-single-mom to change passport rule
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 16, 2016 3:39 pm
  • Updated:July 16, 2016 3:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিঙ্গল মাদারদের হয়ে সওয়াল শুরু করলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মানেকা গান্ধী৷ পাসপোর্টে পিতৃপরিচয় না রাখার পক্ষে সরব হলেন তিনি৷

দিল্লির প্রিয়াঙ্কা গুপ্ত নামে এক সিঙ্গল মাদার সম্প্রতি মেয়ের পাসপোর্ট করাতে গিয়ে সমস্যার সম্মুখীন হন৷ বারবার করে তাঁর মেয়ের পিতৃপরিচয় জানতে চাওয়া হয়৷ স্বামীর সঙ্গে তিনি থাকেন না বলা সত্ত্বেও এই তথ্যের উপর জোর দেওয়া হয়৷ এরপরই অনলাইনে তিনি একটি পিটিশন দাখিল করেন৷ সিঙ্গল মাদারদের সন্তানের ক্ষেত্রে পাসপোর্টে পিতৃপরিচয় না রাখার আর্জি জানান তিনি৷ হাজার হাজার সিঙ্গল মাদার তাঁর বক্তব্য সমর্থন করেন৷ কিন্তু বর্তমান নিয়ম অনুযায়ী এখনও পাসপোর্টে বাবার পরিচয় থাকা বাধ্যতামূলক৷ এদিকে সিঙ্গল মাদারদের দাবি, পাসপোর্টে পিতৃপরিচয় রাখা মানে প্রতি সন্তানকে এমন একজনের নাম জীবনভর দেখতে হবে, যিনি ওই সন্তানকেই আঘাত করেছেন৷ এই প্রেক্ষিতেই এবার এই নিয়ম তুলে দেওয়ার পক্ষে সওয়াল করলেন মানেকা গান্ধী৷ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কাছে তিনি পাসপোর্টের নিয়মাবলীতে পরিবর্তন আনারও আবেদন জানান৷

Advertisement

পরিসংখ্যান দিয়ে মানেকার দাবি, স্বেচ্ছায় এবং বিয়ে না টেকার কারণে দেশে সিঙ্গল মাদারদের সংখ্যা বাড়ছে৷ ফলত পাসপোর্ট তৈরির নিয়মের ক্ষেত্রে পরিবর্তন আনা প্রয়োজন বলেই মনে করেন তিনি৷ ২০১৬ সালে দিল্লি হাই কোর্ট এক রায়ে জানিয়েছিল, যদি মা ও সন্তান ইচ্ছে করেন তাহলে পাসপোর্টে বাবার পরিচয় নাও রাখতে পারেন৷ যদিও এই নিয়ম এখনও সরকারিভাবে সর্বস্তরে এখনও চালু করা হয়নি৷ এবার তা লাগু করার পক্ষেই সওয়াল করলেন মানেকা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement