Advertisement
Advertisement

বিতর্ক বাড়িয়ে পিএসি-র পদে শপথগ্রহণ মানসের

দলের বিরুদ্ধে গিয়েই বিধানসভায় পিএ কমিটির চেয়ারম্যান পদে শপথগ্রহণ করলেন মানস ভুঁইয়া৷

Manas takes oath as PA committee chairman
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 8, 2016 6:37 pm
  • Updated:July 8, 2016 7:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলের বিরুদ্ধে গিয়েই বিধানসভায় পিএ কমিটির চেয়ারম্যান পদে শপথগ্রহণ করলেন মানস ভুঁইয়া৷ শুক্রবার বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে শপথগ্রহণের পর সাংবাদিকদের সামনে কংগ্রেসকে একপ্রকার তুলোধোনা করলেন কংগ্রেসের এই বিধায়ক৷ আজ বিধানসভায় পৌঁছেই প্রথমে স্পিকারের সঙ্গে দেখা করেন মানস৷ স্পিকারের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠকের পরই পিএ কমিটির চেয়ারম্যান পদে শপথগ্রহণ করেন মানস৷

এই বিতর্কিত শপথগ্রহণের পরই সাংবাদিকদের মুখোমুখি হন মানস৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মানস জানান, “পরিষদীয় দলের কোনও বৈঠক হয়নি৷ পিএ কমিটির চেয়ারম্যান পদে কাকে বাছাই করা হবে সেই বিষয়েও কোনও আলোচনা করা হয়নি৷ এই বিষয়ে দলীয় বৈঠকে কোনওরকম বিতর্কের সৃষ্টিও হয়নি৷ কিন্তু যখন অধিবেশনে অধ্যক্ষ সাহেব পিএ কমিটির চেয়ারম্যান পদে আমার নাম ঘোষণা করেন, তখন মান্নান বাবু আমায় সেই পদ গ্রহণ করতে মানা করেন৷”
টানা ছয়বারের বিধায়ক মানসের দাবি, মান্নান সাহেব প্রায় ১০ বছর পর আবার বিধানসভায় এসেছেন তাই তিনি বিধানসভার নিয়মকানুন বিশেষ ভালভাবে জানেন না৷ অধ্যক্ষের কোনও সিদ্ধান্তের বিরুদ্ধে অধিবেশন চলাকালীন প্রতিবাদ করা যায় না৷ আর যদি করাও যায় সেটি কোনও কাজে লাগে না৷
মানস বলেন, “আবদুল মান্নান তাঁর কোনও কথা না শুনে কংগ্রেস এবং সিপিএমের বিধায়কদের নিয়ে ওয়াক আউট করেন৷ এরপর সাংবাদিক বৈঠক ডেকে পরোক্ষভাবে আমাকে, অধ্যক্ষকে এবং মুখ্যমন্ত্রীকে ষড়যন্ত্রকারী বলে আখ্যা দেন৷”
গোটা ঘটনার পরেও নিজের পদ ছাড়তে নারাজ ছিলেন মানস| তাই দলের দাবির উর্দ্ধে গিয়েও পিএ কমিটির সভাপতি শপথগ্রহণ করলেন তিনি৷ তাঁর এই সিদ্ধান্তে কী বলছে দল? সূত্রের খবর, মানসের এহেন সিদ্ধান্তের জন্য তাঁকে দল থেকে সাসপেন্ড করা হতে পারে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement