স্টাফ রিপোর্টার: জন্মদিনকে অজুহাত খাঁড়া করে পরিষদীয় দলের বৈঠক এড়িয়ে গেলেন মানস ভুঁইয়া৷ আজ, বুধবার বিধানসভায় কংগ্রেস পরিষদীয় দলের বৈঠক রয়েছে৷ কিন্তু সেই বৈঠকে গরহাজির থাকছেন বিদ্রোহী মানস৷ সাফ জানিয়ে দিলেন, “বারাণসীতে এসেছি৷ আর বৈঠকের বিষয় বিরোধী দলনেতা বা প্রদেশ কংগ্রেস সভাপতি আমাকে কিছু জানাননি৷” যদিও মানসের এই আচরণে বিরক্ত কংগ্রেসের পরিষদীয় দলের অধিকাংশ সদস্য৷ বৈঠকে সদস্যদের সিংহভাগই পিএসি চেয়ারম্যান পদ না ছাড়ার জন্য মানসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার সওয়াল করবেন বলে প্রদেশ সূত্রে ইঙ্গিত মিলেছে৷ পরিষদীয় দল ও প্রদেশ নেতৃত্বের মনোভাব আঁচ করেই মানসের বারাণসী যাত্রা বলে মনে করছে রাজনৈতিক মহল৷
এই নিয়ে দ্বিতীয়বার৷ বারাণসীতে পুজো দেওয়ার নামে দলের বৈঠকে হাজির না থাকার সিদ্ধান্ত নেন সবংয়ের কংগ্রেস বিধায়কের৷ কিছুদিন আগেই বিধান ভবনে দলের সাংসদ-বিধায়কদের বৈঠকেও হাজির ছিলেন না মানস ভুঁইয়া৷ যুক্তি দেখিয়েছিলেন, বারাণসীতে পুজো দেওয়ার পরিকল্পনা অনেক দিন আগের৷ বুধবার বিধানসভায় কংগ্রেস বিধায়কদের বৈঠকে ডেকেছেন বিরোধী দলনেতা আবদুল মান্নান৷ এই বৈঠকেও মানস ভুঁইয়া হাজির থাকছেন না৷ পুজো দিতে বারাণসী গিয়েছেন৷ যদিও কংগ্রেস সূত্রে খবর, মান্নানদের সঙ্গে আলোচনায় বসবেন না বলেই বৈঠকে না থাকার সিান্ত মানসের৷ কারণ ১০ আগস্ট দিল্লিতে কংগ্রেসের সাধারণ সম্পাদক সি পি যোশী বৈঠক ডেকেছেন৷ ওই বৈঠকে এক টেবিলে বসবেন যোশী, মানস, মান্নান ও অধীর৷ পিএসি চেয়ারম্যান পদ নিয়ে যাবতীয় জটিলতা কাটানো হবে ওই বৈঠকে৷ তার আগে এদিন বিধায়কদের সঙ্গে একপ্রস্থ আলোচনা করতে পারেন বিরোধী দলনেতা আবদুল মান্নান৷ তবে আলোচনার বিষয় এটাই, মানসকে জন্মদিনের শুভেচ্ছা কি জানাবেন আবদুল মান্নান? উত্তর জানা যাবে, বুধবারই৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.