সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হাওড়ায়৷ বুধবার সকালে ঘটনাটি ঘটে হাওড়ার বিজয়ানন্দ পার্কে৷ এদিন সকালে প্রাতঃভ্রমণকারীরা দেহটি পড়ে থাকতে দেখে খবর দেয় ব্যাঁটরা থানায়৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়৷
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করা হয়েছে যুবককে৷ মৃতদেহের পাশ থেকে রক্তমাখা পাথরও উদ্ধার করা হয়েছে৷ বুকের ওপর রাখা ছিল ইট৷ অনেকেই খুনের এই ধরণে নয়ের দশকের স্টোনম্যানের সাদৃশ্য খুঁজে পাচ্ছেন৷ সেই সময় বড়বাজার এলাকায় এভাবেই স্টোনম্যানের শিকার হন বেশ কয়েকজন ফুটপাথবাসী৷ সেই স্মৃতিই যেন ফের উসকে দিল বুধবারের এই খুনের ঘটনা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.