Advertisement
Advertisement

Breaking News

ধর্ষণের সাজা হাজার টাকা জরিমানা, ওঠবস!

দলিত কিশোরীর ধর্ষণের অভিযোগে এই নিদান পঞ্চায়েতের!

Man accused for raping minor girl, fined only thousand rupees
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 8, 2016 11:00 am
  • Updated:August 8, 2016 11:00 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ধর্ষিতা এক দলিত কিশোরী৷ এবার ঘটনাস্থল বিহার৷ একবার নয়, প্রাণনাশের হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়েছে কিশোরীটিকে৷ এখানেই শেষ নয়, স্থানীয় পঞ্চায়েত অভিযুক্ত যুবককে মাত্র এক হাজার টাকা জরিমানা ও ৫১ বার ওঠবস করার নির্দেশ দিয়ে রেহাই দেয়৷ পঞ্চায়েতের বিচারে ক্ষুব্ধ হয়ে ঘটনাটি পুলিশকে জানায় কিশোরীর পরিবার৷

জানা গিয়েছে,  ধর্ষিতা কিশোরী সপ্তম শ্রেণির ছাত্রী৷ বাড়ি বাসেতা গ্রামে৷ মাস ছয়েক আগে ওই কিশোরী যখন স্কুল থেকে বাড়ি ফিরছিল সে সময় আকাশ নামে এক তরুণ তাকে অপহরণ করে৷ পরে তাকে ধর্ষণ করে৷ ওই যুবকের বাড়িও বাসেতা গ্রামে৷ ঘটনার কথা কাউকে না জানানোর জন্য ওই কিশোরীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় আকাশ৷ এর পর আকাশ ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে৷ মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনাটি প্রকাশ্যে আসে৷

Advertisement

কিশোরীর দাদা জানিয়েছেন, আকাশের মা-বাবাকে ঘটনাটি জানালে তাঁরা আপাতত বাচ্চাটি নষ্ট করে ফেলার পরামর্শ দেন৷ এর জন্য তাঁরা টাকা দেওয়ার কথাও জানান৷ এমনকী তাঁরা পরে আকাশের সঙ্গে তার বোনের বিয়ে দেওয়ার প্রস্তাবও দেন৷ কিন্তু বাচ্চাটি নষ্ট করে ফেলার পর আকাশের পরিবারের সুর পাল্টে যায়৷ আকাশই যে ধর্ষণ করেছে তার প্রমাণ চান তাঁরা৷ এর পর বাধ্য হয়ে ওই কিশোরীর পরিবার সিধপুর পঞ্চায়েতে অভিযোগ জানায়৷

ওই অভিযোগের বিচারে পঞ্চায়েত নির্দেশ দেয়, “এটা কোনও ধর্ষণের ঘটনা নয়৷ দু’জনের সম্মতিতেই এই শারীরিক সম্পর্ক গড়ে উঠেছে৷ তবুও কিশোরীর পরিবার অভিযোগ জানানোয় আকাশকে এক হাজার টাকা জরিমানা দিতে হবে৷ সঙ্গে ৫১ বার ওঠবস করতে হবে৷” পঞ্চায়েতের ওই রায়ের পরই কিশোরীর পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় অভিযোগ জানানো হয়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement