স্টাফ রিপোর্টার: ‘কন্যাশ্রী’কে যেভাবে সামাজিক আন্দোলনের মতো করে মুখ্যমন্ত্রী গোটা বিশ্বের কাছে বাংলাকে পৌঁছে দিয়েছেন, তেমনই রাজ্যবাসীকে দুর্ঘটনা থেকে মুক্ত করতে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচি নিয়ে আজ দুপুরে কলকাতার রাজপথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঐতিহাসিক রাখিবন্ধনের দিনটিকে এই সামাজিক সচেতনতা কর্মসূচির জন্য বেছে নিয়েছেন তিনি৷
দুপুরে মৌলালির মোড় থেকে ধর্মতলা পর্যন্ত পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী৷ সঙ্গে থাকছে বর্ণাঢ্য মিছিল৷ স্লোগান থাকছে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’৷ গোটা কর্মসূচি পরিচালনা করছে কলকাতা পুলিশ৷ মুখ্যমন্ত্রী ছাড়াও এই কর্মসূচিতে অংশ নেবেন রাজ্য মন্ত্রিসভার সদস্য, সাংসদ, বিধায়ক এবং প্রশাসনিক আধিকারিকরা৷
রাজ্যে সড়ক দুর্ঘটনা ঠেকাতে জোরকদমে নানা কর্মসূচি নিচ্ছে রাজ্য সরকার৷ স্বয়ং মুখ্যমন্ত্রী এ ব্যাপারে উদ্যোগ নিয়ে একাধিক নির্দেশিকা জারি করেছেন৷ ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এই স্লোগানটিও লিখে দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী৷ হেলমেট ছাড়া বাইক চলাচল রাজ্যে নিষিদ্ধ হয়েছে৷
মুখ্যমন্ত্রীর পরবর্তী স্লোগান, ‘সাবধানে চালাও৷ জীবন বাঁচাও’৷ জেলাগুলিতেও এই সচেতনতা কর্মসূচি নেওয়া হয়েছে৷ প্রশাসনিক বৈঠকগুলিতে তিনি বলছেন, মানুষের জীবনের দাম অনেক৷ একটু সতর্ক হলেই দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়৷ মানুষকে যেমন সচেতন হতে হবে৷ তেমনই প্রশাসনকেও কঠোর ভূমিকা নিতে হবে৷ এবার কলকাতায় এই সচেতনতা কর্মসূচিতে স্বয়ং মুখ্যমন্ত্রী পথে নামায় বিষয়টি বাড়তি গুরুত্ব পাবে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.