Advertisement
Advertisement

Breaking News

দায়িত্ব নিয়েই মমতাকে ফোন আলুওয়ালিয়ার

মমতার রাজনৈতিক সৌজন্যে তিনি যে খুশি হয়েছেন সেকথা গোপন করেননি এই নতুন কেন্দ্রীয় মন্ত্রী৷

Mamata congratulates Ahluwalia, assures cooperation
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 7, 2016 9:53 am
  • Updated:June 24, 2022 3:55 pm  

নন্দিতা রায়, নয়াদিল্লি:  কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সহযোগিতার বার্তা দিতে ফোন করেন রাজ্যের দার্জিলিঙের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া৷ রাজ্য সরকারকে যে কেন্দ্র সবরকমের সাহায্য করতে প্রস্তুত রয়েছে এবং তিনি কেন্দ্র-রাজ্য সম্পর্কের এই সহযোগিতাকে এগিয়ে নিয়ে চান, তা আলুওয়ালিয়া মমতাকে জানান৷

বুধবার দুপুরে কেন্দ্রীয় কৃষি ও কৃষিকল্যাণ দফতরের রাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পরে তিনি বলেন, “আমি পশ্চিমবঙ্গের সাংসদ, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী৷ মন্ত্রী হওয়ার পরে মুখ্যমন্ত্রীকে ফোন করার বিষয়টি আমার দায়িত্বের মধ্যেই পড়ে বলেই আমি মনে করি৷ আমি তাঁকে গতকালই ফোন করেছিলাম৷” আলুওয়ালিয়া যে সময় ফোন করেছিলেন তখন মমতাকে ফোনে পাননি পরে মমতাই তাঁকে ফোন করে কথা বলেন৷

Advertisement

মমতার রাজনৈতিক সৌজন্যে তিনি যে খুশি হয়েছেন সেকথা গোপন করেননি এই নতুন কেন্দ্রীয় মন্ত্রী৷ মমতা তাঁকে আমন্ত্রণ জানালে রাজ্যের অনুষ্ঠানে হাজির থাকবেন বলেও তিনি জানান৷ এ প্রসঙ্গে বলেন, “চলতি মাসের ১২ তারিখ পাহাড়ে মুখ্যমন্ত্রীর কর্মসূচি রয়েছে৷ কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও স্থানীয় সাংসদ হিসাবে তিনি আমাকে আমন্ত্রণ জানাতেই পারেন৷ আমন্ত্রণ পেলে যাব৷”

আর কয়েকদিনের মধ্যেই সংসদের বাদল অধিবেশন শুরু হবে৷ কেন্দ্র সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল এই অধিবেশনে আসার কথা৷ বিষয়টি তাঁর কাছে চ্যালেঞ্জ কিনা, তা জানতে চাওয়া হলে পোড়খাওয়া এই রাজনীতিক এদিনও মুচকি হেসে জানিয়ে দেন যে তিনি চ্যালেঞ্জ নিতে ভালবাসেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে কৃষি ও কৃষি কল্যাণ দফতর দেওয়াতে তিনি খুশি বলেও মন্তব্য করেন৷

আলুওয়ালিয়া বলেন, “রাজনীতির শুরুর দিন থেকেই শুনে আসছি এই মন্ত্রকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ কথায় বলে, ভারত গ্রামে বাস করে৷ কৃষিপ্রধান দেশ আমাদের৷ এখন কৃষির পাশাপাশি কৃষকদের জন্যও ভাবা হচ্ছে৷ কৃষকরা ভাল থাকলেই যে কৃষির ভালরকম উন্নতি হবে তা সবাই বুঝেছে৷” প্রধানমন্ত্রী তাঁকে যে দায়িত্ব দিয়েছেন সেগুলি ভালভাবে সম্পন্ন করা ও মোদির বিকাশরথকে এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর লক্ষ্য বলেও আলুওয়ালিয়া এদিন জানিয়েছেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement