Advertisement
Advertisement

দিল্লিতে বাংলার বঞ্চনা নিয়ে সরব হবেন মুখ্যমন্ত্রী

নিরাপত্তা, শিক্ষা, আর্থিক বঞ্চনা, আধার কার্ডের মতো ইস্যুগুলি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সরব হবেন বলে নবান্ন সূত্রে খবর৷

Mamata Banerjee wants to depict the deprived Bengal in Delhi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 10, 2016 8:51 am
  • Updated:July 29, 2019 2:34 pm  

স্টাফ রিপোর্টার:  আন্তঃরাজ্য পরিষদের বৈঠকে বাংলার বঞ্চনা নিয়ে সরব হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এক দশক পর এই বৈঠক বসছে পুঞ্চি কমিশনের সুপারিশগুলি নিয়ে আলোচনার জন্য৷ কিন্তু এর পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা, শিক্ষা, আর্থিক বঞ্চনা, আধার কার্ডের মতো ইস্যুগুলি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সরব হবেন বলে নবান্ন সূত্রে খবর৷

কেন্দ্র  চাইছে রান্নার গ্যাসে ভরতুকি ও ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে আধার কার্ড বাধ্যতামূলক করতে৷ কিন্তু রাজ্যের তথ্য বলছে এখনও সব বাসিন্দা আধার কার্ডের আওতায় আসেননি৷ এ  ছাড়াও আধার কার্ডে ত্রূটিও অনেক৷  এই অবস্থায় আধার কার্ড বাধ্যতামূলক করা হলে রান্নার গ্যাসের ক্ষেত্রে যেমন জটিলতা আরও বাড়বে, তেমনই রাজ্যের অর্থনৈতিকভাবে দুর্বল অসংখ্য মানুষ সমস্যায় পড়বেন৷ বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে আগেও কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ সম্প্রতি আরও একবার চিঠি দিয়েছেন তিনি৷ নবান্ন সূত্রে খবর, প্রধানমন্ত্রী ও অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে ১৬ জুলাই দিল্লিতে আন্তঃরাজ্য পরিষদের বৈঠকে এই ইস্যুটি নিয়ে ফের সরব হবেন মমতা৷ এ ছাড়াও কেন্দ্রের টাকায় রাজ্যে যেসব প্রকল্প চলছে তার টাকাও আচমকা কমিয়ে দেওয়া হয়েছে৷ এই বিষয়গুলিও রাজ্যের পক্ষ থেকে তুলে ধরা হবে বৈঠকে৷

Advertisement

কেন্দ্র-রাজ্য সম্পর্কের বুনিয়াদ ঠিক করতে বিশেষ ভূমিকা নিয়েছিল সারকারিয়া কমিশন৷ সেই কমিশনের আদলেই ২০০৭ সালে গঠিত হয় পুঞ্চি কমিশন৷ সূত্রের খবর, রাজ্যগুলির সঙ্গে আর্থিক সম্পর্ক নিয়ে পশ্চিমবঙ্গের অবস্থান তুলে ধরা হতে পারে বৈঠকে৷ মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়ও মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন৷

সম্প্রতি বাংলাদেশের গুলশানে জঙ্গি হামলার পর রাজ্যের সীমান্তে বিএসএফ-এর সঙ্গে যৌথ নজরদারি আরও বাড়ানো হয়েছে৷ কিন্তু কেন্দ্রর তরফে এখনও প্রায় দুশো কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি৷ ভারত-বাংলাদেশ জলসীমানায় আরও বেশি করে নজরদারি  চালানো হচ্ছে৷ যদিও রাজ্যের তরফে বিভিন্ন্ সময়ে বৈঠকে এই বিষয়টি উত্থাপন করা হয়েছিল৷ নবান্নর এক শীর্ষকর্তা জানিয়েছেন, বৈঠকে  রাজ্যের পক্ষ থেকে এই বিষয়টিও তোলা হবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement