Advertisement
Advertisement

Breaking News

বর্ণাঢ্য অনুষ্ঠানে রাজ্যে উদযাপিত স্বাধীনতা দিবস

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশ জুড়ে পালিত হচ্ছে ৭০ তম স্বাধীনতা দিবস৷ এ রাজ্যেও পূর্ণ মর্যাদায় পালন করা হল স্বাধীনতা দিবস৷ জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷আরও পড়ুন:ময়নাগুড়িতে পুলিশের গাড়ি ভাঙচুর, বিক্ষোভকারীদের হটাতে লাঠি, কাঁদানে গ্যাসশীতলকুচি কলেজে আগ্নেয়াস্ত্র নিয়ে ‘দাদাগিরি’! পলাতক টিএমসিপির প্রাক্তন ছাত্রনেতা Advertisement Advertisement কদিন ধরেই নিরাপত্তার ঘেরাটোপে রেড রোড চত্বর৷ প্রথা ভেঙে […]

Mamata Banerjee unfurls the tricolour
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 15, 2016 2:06 pm
  • Updated:July 29, 2019 2:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশ জুড়ে পালিত হচ্ছে ৭০ তম স্বাধীনতা দিবস৷ এ রাজ্যেও পূর্ণ মর্যাদায় পালন করা হল স্বাধীনতা দিবস৷ জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

150816 Amit Ghosh 45

Advertisement

কদিন ধরেই নিরাপত্তার ঘেরাটোপে রেড রোড চত্বর৷ প্রথা ভেঙে রেড রোডে স্বাধীনতা দিবস উদযাপন শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়ই৷ প্রতিবারের মতো এ বছরও স্বাধীনতার আবহে সেজে উঠেছিল রেড রোড৷ মুখ্যমন্ত্রীর ডামি দিয়ে রিহার্সালও করা হয়েছিল৷ সেইমতো এদিন নির্ধারিত সময়েই শুরু হয় অনুষ্ঠান৷ জাতীয় সংগীত ও স্যালুটের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী৷

150816 Amit Ghosh 55 হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টিতে জানানো হয় শুভেচ্ছা৷ পাশাপাশি এদিন নেতাজির মূর্তি ও পুলিশ মেমোরিয়ালেও মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী৷ এরপর চলে কুচকাওয়াজ ও বিভিন্ন দফতরের সাংস্কৃতিক অনুষ্ঠান৷

150816 Amit Ghosh 78

প্রত্যাশিতভাবে এবারের অনুষ্ঠানেও সরকারি বিভিন্ন প্রকল্প উঠে এল সাংস্কৃতির অনুষ্ঠানের মধ্যে৷ খাদ্য সাথী থেকে সবুজায়ন, বিশ্ববাংলার মতো মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পগুলিকে তুলে ধরা হল কুচকাওয়াজ ও অনুষ্ঠানের মাধ্যমে৷ জাতীয় সংগীতের মাধ্যমেই শেষ হয় রাজ্য সরকারের স্বাধীনতা দিবস উদযাপনের এই অনুষ্ঠান৷

150816 Amit Ghosh 64

ছবি- অমিত ঘোষ

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement