Advertisement
Advertisement

Breaking News

নেতাজির ‘মৃত্যুদিন’ নিয়ে টুইট ভুল না পূর্ব পরিকল্পিত, সরব মমতা

মোদি সরকারের একনায়কতন্ত্রের বিরুদ্ধে সমস্ত রাজ্যগুলিকে প্রতিবাদে একজোট হওয়ারও ডাক দেন মমতা৷

Mamata Banerjee Slams central govt once again
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 20, 2016 8:42 pm
  • Updated:July 29, 2019 12:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেতাজির অন্তর্ধান রহস্য আজও উদ্ঘাটিত হয়নি৷ কেন্দ্রের তরফে দফায় দফায় বিভিন্ন ফাইল প্রকাশ করে তার কিনার করার একটা প্রয়াস দেখা দিয়েছে৷ অথচ খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী টুইট করেছিলেন নেতাজির মৃত্যুবার্ষিকী নিয়ে৷ আর এতে ভয়ানক ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার তিনি এ নিয়ে প্রশ্নও তুললেন৷ এ কাজ নেহাতই ভুল নাকি পরিকল্পনামাফিক করা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুললেন তিনি৷

বরাবরই মোদি সরকারের কাজকর্ম দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী৷ এদিনও কেন্দ্র সরকারের তুমুল সমালোচনা করেন মুখ্যমন্ত্রী৷ কেন্দ্র সরকার নেহাত প্রচার নির্ভর কাজ করছে বলে অভিযোগ করে তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় ভাষণ দিয়ে কাজের কাজ কিছু হবে না৷ দেশ গঠনের কী হল, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি৷ বিজেপিকে একটি  হাই টেক পাবলিসিটি নির্ভর দল হিসেবেও আখ্যা দেন তিনি৷ দেশের শিল্পের বেহাল অবস্থা নিয়েও কেন্দ্র সরকারকে দোষ দেন তিনি৷ জানান, কখনও সিবিআই, কখনও সিআইডি-র মতো বিভিন্ন এজেন্সির কার্যকলাপের দরুণ দেশ থেকে মুখ ফেরাচ্ছেন শিল্পপতিরা৷

Advertisement

এদিন মোদিকেও একহাত নেন মুখ্যমন্ত্রী৷ জানান, এরকম উদ্ধত সরকার তিনি আগে দেখেননি৷ যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দিতেই যে কেন্দ্র একরকম একনায়কতন্ত্র চালাচ্ছে সে অভিযোগ তুলে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী৷ ফলে দেশ নতুন করে স্বাধীনতা হারাচ্ছেও বলে অভিযোগ তাঁর৷ তাঁর মতে রাজ্যগুলি শক্তি পেলেই শক্তিশালী হবে কেন্দ্র৷ মোদি সরকারের একনায়কতন্ত্রের বিরুদ্ধে সমস্ত রাজ্যগুলিকে প্রতিবাদে একজোট হওয়ারও ডাক দেন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement