Advertisement
Advertisement

নেতাজির ‘মৃত্যুবার্ষিকী’! জেটলির টুইটে বিস্মিত মমতা

জেটলির ক্ষমাপ্রার্থনার দাবি জানিয়েছেন চন্দ্র বসু৷

Mamata Banerjee shocked and hurt By Arun Jaitley's Netaji Tweet
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 18, 2016 5:38 pm
  • Updated:June 22, 2022 5:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৮ আগস্ট ১৯৪৫৷ তাইহোকু বিমানবন্দরে কাছে এই দিনেই ভেঙে পড়েছিল নেতাজির বিমান৷ কিন্তু বাঙালির আজও বিশ্বাস, তারপরও বেঁচেছিলেন জাতির নায়ক৷ সত্যের সবচেয়ে কাছাকাছি ‘গুমনামি বাবা’ রহস্য৷ আজও চলছে তদন্ত৷

কিন্তু, এর মাঝেই বিতর্ক নতুন করে দানা বাঁধল কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সাম্প্রতিকতম টুইটে৷ সাত সকালে সোশ্যাল মিডিয়ায় ১৮ আগস্ট দিনটিকে নেতাজির সুভাষচন্দ্র বসুর মৃত্যুবার্ষিকী উল্লেখ করে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন শীর্ষ বিজেপি নেতা৷

Advertisement

Jately-tweet

কেন্দ্রীয় মন্ত্রীর টুইট নজরে আসামাত্রই টুইট করেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানিয়েছেন, রাখি বন্ধনের উৎসবে কাউকে আঘাত করতে না চাইলেও জেটলির টুইটে বিস্মিত তিনি৷ সারা বাংলা এতে দুঃখিত বলেও জানিয়েছেন মমতা৷

চলতি বছরের বিধানসভা নির্বাচনের আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন তাঁর নাতি চন্দ্র বসু৷ শোনা গিয়েছে, জেটলির টুইটের তীব্র সমালোচনা করেছেন তিনিও৷ ঘটনার কিছুক্ষণ পর টুইটটি সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলা হলেও এর পরিপ্রেক্ষিতে জেটলির ক্ষমাপ্রার্থনার দাবি জানিয়েছেন তিনি৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement