Advertisement
Advertisement

নতুন প্রজন্মকে সামনে রেখেই আজ মমতার বার্তা

শুধু দীপা নয়, সিন্ধু, সাক্ষীকেও সংবর্ধনা দিতে চায় তৃণমূল৷

Mamata Banerjee delivers a different message in annual TMCP rally
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 26, 2016 9:54 am
  • Updated:June 22, 2022 4:51 pm  

স্টাফ রিপোর্টার: আজ ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের বার্ষিক সভা৷ প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়৷ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্রদের সভায় আজ মুখ্যমন্ত্রী কী বলবেন, তা নিয়ে যথেষ্ট কৌতূহল তৈরি হয়েছে৷ ইতিমধ্যেই তিনি নতুন ছেলেমেয়েদের তুলে আনার জন্য দলীয় স্তরে বার্তা দিয়েছেন৷ আজকের সভায় বাছাই করা নতুন কিছু ছাত্রনেতা যাঁরা অবশ্যই মেধাবী তাঁদের মঞ্চে তুলে ধরা হতে পারে৷

নতুন ছেলেমেয়েদের একটি তালিকা করার দায়িত্বও পার্থ চট্টোপাধ্যায়কে দেওয়া হয়েছিল৷ জেলাভিত্তিক তথ্য নেওয়ার পর সেই তালিকা পার্থবাবু তৈরি করেছেন৷ এদিকে তৃণমূল সূত্রে খবর, শুধু দীপা নয়, রিও ওলিম্পিকের আরও দুই সেরা মুখ পি ভি সিন্ধু ও সাক্ষী মালিককে সংবর্ধনা দিতে চায় তারা৷ কলকাতায় আসার জন্য এই দুই তারকাকে অনুরোধও করা হয়েছে৷

Advertisement

দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর দলীয় স্তরে অত্যন্ত কঠোর মানসিকতা নিয়ে চলছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কাউকেই রেয়াত করছেন না৷ এমনকী, শাখা সংগঠনগুলিও ঢেলে সাজানর কাজ চলছে৷ মমতা বুঝিয়ে দিয়েছেন, মানুষের প্রত্যাশা পূরণ করাই তাঁর লক্ষ্য৷ তার জন্য ডেডিকেটেড কর্মীদের তিনি সামনে আনতে চান৷ উজ্জ্বল ভাবমূর্তির নেতৃত্ব চান৷

আগামিদিনের কথা ভেবে তৈরি করতে চান একটি নতুন টিম৷ যারা রয়েছে ছাত্র সংগঠনের মধ্যেই৷ সেই প্রেক্ষিতে আজ গান্ধীমূর্তির পাদদেশ থেকে মুখ্যমন্ত্রীর বার্তার অপেক্ষায় গোটা দলই৷ বৃহস্পতিবার রাতেই শুধু উত্তরবঙ্গ থেকেই ৩০০ ছাত্রী এসেছে৷ পার্থবাবু, সুব্রত বক্সি, ছাত্র সভানেত্রী জয়া দত্ত প্রমুখ তাঁদের সঙ্গে দেখা করেন৷ পার্থবাবু বলে, বিশাল সমাবেশ হবে৷ নতুন নেতৃত্বই সমাবেশের নেতৃত্ব দেবে৷ সভা পরিচালনার মূল দায়িত্বে রয়েছেন যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ যুব সমাবেশে সাফল্যের পর ছাত্র সমাবেশেও নেত্রী তাঁর প্রতি আস্থা রেখেছেন৷

সাধারণভাবে এই সমাবেশ হয় ২৮ আগস্ট এই কর্মসূচি৷ কিন্তু এবার সেই দিন রবিবার পড়েছে৷ কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের সমাবেশে আসার অসুবিধা হওয়ার কথা ভেবেই দু’দিন এগিয়ে এই কর্মসূচি নেওয়া হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement