স্টাফ রিপোর্টার: পথ দুর্ঘটনা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শহরে দুর্ঘটনা কমাতে তাই স্থির করেছেন নতুন লক্ষ্য৷ ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’৷ সেই লক্ষ্যেই এবার এগোতে চলেছে রাজ্য৷ কলকাতা পুলিশ, পরিবহণ দফতর-সহ একাধিক দফতরকে নিয়ে শহরে আজ শুক্রবার হবে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ অনুষ্ঠান৷ সাধারণ মানুষের পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে নজরুল মঞ্চে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই আজ হতে চলেছে নতুন সেই শপথ৷
পথদুর্ঘটনা নিয়ে নিজের উদ্বেগের কথা বৃহস্পতিবারই ফেসবুকে লেখেন মুখ্যমন্ত্রী৷ লেখেন, “পথ নিরাপত্তা আমাদের জীবনে বেঁচে থাকার জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়৷ স্কুল, কলেজ, অফিস, এই যাবতীয় বিষয় নিয়ে আমাদের বেঁচে থাকা৷ সব কাজ সেরে রাস্তাই আবার আমাদের বাড়ি ফিরিয়ে নিয়ে যায়৷ রোড সেফটি সেখানে গুরুত্বপূর্ণ৷ সেফ ড্রাইভিং পথ নিরাপত্তাকে সুনিশ্চিত করে৷ বেপরোয়া গাড়ি চালানোর জন্য আমরা অনেক মানুষকেই হারাই৷ তাই শহরে পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকার আগামিদিনে একটি বিশেষ লক্ষ্য নিয়ে এগোচ্ছে৷ যার নাম ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’৷ সাধারণ মানুষ, পুলিশ, পরিবহণ দফতর, স্বাস্থ্য দফতর এবং সড়ক বিভাগকে সঙ্গে নিয়ে এই সচেতনতার প্রোগ্রাম করা হবে৷ বৃহস্পতিবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ আমি সবাইকে আবেদন করছি, রাস্তায় নিরাপদ চলাচলের জন্য আমাদের এই ইউনিক অনুষ্ঠানে যোগ দিতে৷”
শহরে ঘটে চলা একের পর এক পথ দুর্ঘটনায় স্বভাবতই উদ্বিগ্ন রাজ্য সরকার৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা আগেও একাধিকবার জানিয়েছেন৷ পথ দুর্ঘটনা কমিয়ে সাধারণ মানুষের জীবনকে সুনিশ্চিত করতে তাই মুখ্যমন্ত্রী একটি নির্দিষ্ট লক্ষ্যের কথা জানিয়েছিলেন৷ সেই লক্ষ্যেই এবার এগোচ্ছে রাজ্য৷ আজ নজরুল মঞ্চে রাজ্য সরকার এবিষয়েই একটি অনুষ্ঠানের আয়োজন করেছে৷ সেখানে মুখ্যমন্ত্রী ছাড়াও থাকবেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ একাধিক দফতরের মন্ত্রী ও কর্তারা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.