Advertisement
Advertisement

Breaking News

নোবেল তদন্তের দায়িত্ব চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি নবান্নের

এর আগেও একবার কেন্দ্রীয় সরকারকে চিঠি দেওয়া হয়েছিল৷

Mamata Banarjee says state govt can try to find Rabindranath Tagore's Nobel medallion
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 5, 2016 2:34 pm
  • Updated:June 22, 2022 2:42 pm  

কিংশুক প্রমানিক ও সৌরভ মাঝি: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চুরি হওয়া নোবেল পদকের তদন্তের দায়িত্ব চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিচ্ছে রাজ্য সরকার৷ কারণ গত বছর নোবেল তদন্ত স্থগিত রাখলেও পুরোপুরি বন্ধের কথা বলেনি সিবিআই৷ আদালতকে তখনই সিবিআই জানিয়েছিল, নোবেল চুরি নিয়ে আপাতত স্থগিত রাখা হলেও পরে যে কোনও সময়ে নয়া সূত্র পেলে ফের তদন্ত শুরু করা যেতে পারে৷

বস্তুত এই কারণে প্রধানমন্ত্রীর মন্ত্রকের অধীন সিবিআইয়ের নিয়ন্ত্রক দফতরকে চিঠি দিচ্ছে রাজ্য৷ বৃহস্পতিবার বিকেলে শান্তিনিকেতনের ছাত্র-ছাত্রীদের অনুষ্ঠানে হাজির হয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, নোবেল চুরির তদন্তের দায়িত্ব হাতে পেলে চেষ্টা করে দেখতে পারেন৷ বিশ্বভারতীর ওই অনুষ্ঠানে তখন হাজির ছিলেন মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় ও ডিজি সুরজিত্‍ পুরকায়স্থ৷ রাজ্য সরকারের তরফে তদন্তের দায়িত্ব হাতে নিতে হলে কী আইনি প্রক্রিয়া করতে হবে, তা নিয়ে অনুষ্ঠানের পরই কথা বলেন মুখ্যমন্ত্রী৷ অবশ্য এর আগেও একবার রাজ্য সরকারের তরফে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি দেওয়া হয়েছিল৷

Advertisement

মুখ্যমন্ত্রীর তরফে সবুজ সংকেত পাওয়ার পরই শুক্রবার ফের প্রধানমন্ত্রীর দফতরকে চিঠি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে নবান্ন৷ অন্যদিকে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে খুশি এবং আবেগাপ্লুত শান্তিনিকেতনের শিক্ষক, পড়ুয়া ও আশ্রমিকরা৷ আবার উল্টোদিকে মুখ্যমন্ত্রীও শান্তিনিকেতনের আশ্রমিকদের অভ্যর্থনায় সন্তোষ প্রকাশ করেছেন৷ এদিন দুপুরে বোলপুর থেকে বর্ধমানের উদ্দেশে রওনা হয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী৷

জেলার উন্নয়নে, সরকারি কাজের পর্যালোচনায় বর্ধমানে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক সংস্কৃতি লোকমঞ্চে৷ এই বৈঠকের দিকেই তাকিয়ে আছে গোটা জেলা৷ কারণ দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর হওয়ার পর এই প্রথম বর্ধমানে এসেছেন তিনি৷ এর আগে যতবার তিনি জেলা সফরে এসেছেন ততবারই উপহারের ডালি উজাড় করে দিয়েছেন৷ এবার প্রশাসনিক বৈঠক হলেও, তার ব্যতিক্রম হবে না বলেই আশাবাদী বর্ধমান৷ আজ অন্তত ২৩টি প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী৷ ছয়টি নতুন প্রকল্পেরও শিলান্যাস করবেন তিনি৷ যার মধ্যে রয়েছে আসানসোলের ইএসআই নার্সিং কলেজে পঠনপাঠনের সূচনা, বাংলার মুখ ওয়েবসাইটের নবরূপে উদ্বোধন, জেলা পুলিশের ওয়েবসাইটের সূচনা ছাড়াও জেলার বিভিন্ন প্রান্তে নদীসেচ প্রকল্প, রাস্তা-সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement