Advertisement
Advertisement

Breaking News

নির্ভয়ার গণধর্ষণ তাঁর বন্ধুর পরিকল্পনাতেই, বিস্ফোরক আইনজীবী

যা কিছু বলার কোনও অধিকার নেই বলে আইনজীবীকে সতর্কও করেন বিচারপতি৷

 male companion, politician planned Nirbhaya gangrape, says defence lawyer of accused
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 9, 2016 7:50 pm
  • Updated:August 9, 2016 8:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির নির্ভয়া-কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য জোগালেন বিরুদ্ধপক্ষের আইনজীবী এম এল শর্মা৷ তাঁর দাবি, নির্ভয়ার পুরুষসঙ্গী ও এক রাজনৈতিক নেতার পরিকল্পনা মতোই পুরো কাণ্ড ঘটানো হয়েছিল৷

নির্ভয়া ধর্ষণে অভিযুক্ত মুকেশ ও পবনের হয়ে লড়ছেন এই আইনজীবী৷ সম্প্রতি তিনি দাবি করেছেন, কেউ যদি প্রমাণ করতে পারেন যে নির্ভয়াকে লোহার রড দিয়ে আঘাত করা হয়েছিল তাহলে তাঁকে ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে৷ সেই সঙ্গে তাঁর দাবী, পুরো কাণ্ডই ঘটেছে নির্ভয়ার পুরুষসঙ্গী ও রাজনৈতিক নেতার পরিকল্পনায়৷ তিহার জেলে নির্ভয়া ধর্ষণে অভিযুক্ত এক বন্দির মৃত্যুর ঘটনা উল্লেখ করে তিনি এই ষড়যন্ত্রের কথা বলেন৷ তাঁর দাবি, ওই অভিযুক্তের ভাইকে দশ হাজার টাকা দিয়ে মুখ বন্ধ করার পরিকল্পনা করা হয়েছিল৷ কিন্তু তা দেওয়া হয়নি৷ অর্থাৎ রাম সিংয়ের পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়৷ ফলে মিডিয়ার সামনে খোলাখুলি সব কথা বলতে চেয়েছিল সে৷ তার ফলেই জেলে পরিকল্পিতভাবে তাকে খুন করা হয় বলে দাবি আইনজীবীর৷ যদিও সেই মৃত্যু আত্মহত্যা হিসেবেই দেখানো হয়েছিল৷ এমনকী মুকেশকেও মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল, জেলের মধ্যে তাকে নিয়মিত অত্যাচার করা হয়ে বলেও দাবি আইনজীবীর৷ যদিও তাঁর মতে, এখন মুকেশ জানে যে তার মৃত্যুদণ্ড হবেই. তাই সব চক্রান্ত ফাঁস করতে তৈরি সে৷ রাজনৈতিক ফায়দা লুঠতেই পুরো কাণ্ড ঘটানো হয়েছিল বলে দাবি তাঁর৷

Advertisement

যদিও বিচারপতি দীপক মিশ্র তাঁর এই মন্তব্যের সমালোচনা করেছে৷ তিনি জানান, আইনজীবী যা বলছেন তা প্রমাণসাপেক্ষ হওয়া বাঞ্ছনীয়৷ নিম্ন আদালতে যে প্রমাণ দাখিল করা হয়েছে তার ভিত্তিতেই যেন তিনি কথা বলেন৷ সময় দেওয়া হয়েছে মানেই যা কিছু বলার কোনও অধিকার নেই বলে আইনজীবীকে সতর্কও করেন বিচারপতি৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement