Advertisement
Advertisement

Breaking News

Maldives

ভেঙে পড়বে অর্থনীতি, ভারতীয় পর্যটক ফেরাতে কাকুতি-মিনতি মালদ্বীপের!

'ইজি মাই ট্রিপ'কে চিঠি দিল মালদ্বীপের পর্যটন অ্যাসোসিয়েশন।

Maldives Tourism Body's Plea To EaseMyTrip | Sangbad Pratidin

বিপদ বুঝে সম্পর্ক মেরামতে জোর মালদ্বীপের। 

Published by: Kishore Ghosh
  • Posted:January 10, 2024 2:39 pm
  • Updated:January 10, 2024 2:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে নয়, ভাতে মার পড়তেই চুপসে গেল মালদ্বীপের (Maldives) ভারত বিরোধিতা। নিজেদের দেশে ভারতীয় পর্যটকদের ফেরাতে মরিয়া মালদ্বীপ অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অ্যান্ড ট্যুর অপারেটর্স বা ‘মাতাতো’ (MATATO)। তারা লম্বা চিঠি দল পর্যটন সংস্থা ইজি মাই ট্রিপের (Easy My Trip) সিইও নিশান্ত পিত্তিকে। সেখানে সাম্প্রতিক দ্বন্দ্ব ঝেরে ফেলে পর্যটক ফেরাতে কার্যত অনুনয় বিনয় করল ‘মাতাতো’।

চিঠির ছত্রে ছত্রে সম্পর্ক মেরামতের আহ্বান। ফের ভারতীয়দের জন্য মালদ্বীপের উড়ান বুকিং শুরু করার অনুরোধ করল দ্বীপরাষ্ট্রের পর্যটন অ্যাসোসিয়েশন। মালদ্বীপের শাসক দলের নেতাদের ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি। এও বলা হয়েছে যে ওই মন্তব্য সাধারণ মালদ্বীপবাসীর মনোভাবের প্রতিফলন নয়। চিঠিতে উল্লেখ্য করা হয়েছে, মালদ্বীপের অর্থনীতির সঙ্গে পর্যটন শিল্প তথা ভারতীয় পর্যটকরা কতখানি গুরুত্বপূর্ণ। জানানো হয়েছে, মালদ্বীপের দুই তৃতীয়াশ জিডিপি পর্যটনের উপর নির্ভরশীল। ৪৪ হাজার মালদ্বীপবাসী সরাসরি এই পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত। এই অবস্থায় ‘মাতাতো’র দাবি, ভারত-মালদ্বীপ সম্পর্ক ফের দৃঢ় হোক। আগের মতো স্বাভাবিক হোক পরিস্থিতি। 

Advertisement

 

[আরও পড়ুন: ভয়ংকর কাণ্ড! টিভি চ্যানেলের লাইভ শো’য়ের মাঝেই বন্দুক হাতে ঢুকে পড়ল দুষ্কৃতীরা]

উল্লেখ্য, সম্প্রতি লাক্ষাদ্বীপে ঘুরতে গিয়ে বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই মোদী এবং ভারতকে নিয়ে আপত্তিকর কিছু মন্তব্য করেছিলেন মালদ্বীপের কয়েকজন মন্ত্রী। বয়কট মালদ্বীপ ট্রেন্ড সোশাল মিডিয়ায়। বাস্তবেই অসংখ্য ভারতীয় মালদ্বীপের হোটেলগুলির বুকিং বাতিল করে। ভারতের একাধিক পর্যটন সংস্থাও এই আন্দলনের পথে হাঁটে। ভারতের তাবড় শিল্পপতি, ক্রিকেটাররা মালদ্বীপের বয়কটের ডাক দেন। এই পরিস্থিতি বিপদ বুঝেই সম্পর্ক মেরামতে তৎপর মালদ্বীপের পর্যটন অ্যাসোসিয়েশন। 

 

[আরও পড়ুন: শপথগ্রহণের পরেই ভারত সফরের আবেদন, চিনপন্থী মুইজ্জুকে অনুমতি দেয়নি দিল্লি!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement