Advertisement
Advertisement

Breaking News

‘নিজেদের স্টান্ট নিজেরা করে না, এরা কেমন হিরো?’

সেনার সাহস ও বীর্যের কাছে এই সিনেমার নায়করা যে কত তুচ্ছ ও ক্ষুদ্র তাই বোঝাতে চাইলেন প্রাক্তন এই সেনা৷

Major Surendra Poonia Slams Salman khan
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 14, 2016 2:56 pm
  • Updated:October 14, 2016 2:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানি শিল্পীদের ভারতের কাজ করা নিয়ে এই মুহূর্তে বিতর্কে সরগরম গোটা দেশ৷ পক্ষে সওয়াল করছেন সলমন খান, করণ জোহররা৷ অন্যদিকে বিপক্ষে আছেন অক্ষয় কুমার, নানা পাটেকর-সহ বলিপাড়ার বহু অভিনেতা-অভিনেত্রীরা৷ এর মধ্যেই বড় প্রশ্ন তুললেন মেজর সুরেন্দ্র পুনিয়া৷ সলমন খানকে তুলোধোনা করে তাঁর প্রশ্ন, যাঁরা নিজেরা নিজেদের স্টান্ট করে দেখাতে পারেন না, তাঁরা কেমন হিরো?

উরি হামলার প্রেক্ষিতে পাকিস্তানি শিল্পীদের এদেশে কাজ করা নিষিদ্ধ করে ইমপা (ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসরস অ্যাসোসিয়েশন)৷ সে কারণে কড়া প্রতিক্রিয়া দেন সলমন খান৷ বলিউডের সুপারস্টারের মতে, শিল্পীদের নিষিদ্ধ করে কোনও সমাধানে পৌঁছনো যাবে না৷ আর ভারত সরকার তাদের ভিসা দেয় বলেই পাক শিল্পীরা এখানে এসে কাজ করেন৷ তাঁর মন্তব্যে তীব্র বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় গোটা দেশ জুড়েই৷ এবার সেই প্রেক্ষিতেই প্রশ্ন তুললেন মেজর পুনিয়া৷ তাঁর প্রশ্ন, এঁরা কেমন নায়ক, যাঁরা নিজেদের স্টান্ট পর্যন্ত নিজেরা পারফর্ম করে দেখাতে পারেন না! স্পষ্টতই সেনার সাহস ও বীর্যের কাছে এই সিনেমার নায়করা যে কত তুচ্ছ ও ক্ষুদ্র তাই বোঝাতে চাইলেন প্রাক্তন এই সেনা৷ সে কথা খোলসা করতে বলতেও বাধেনি তাঁর৷ জানিয়েছেন, সেনার সাহসের কথা এই নায়করা মশার মতোই সামান্য৷ তাঁর দাবি, দেশে কোথাও সন্ত্রাস হামলা হলে সারা দেশ প্রতিবাদে মুখর হয়৷ স্কুল থেকে পার্লামেন্ট, এমনকী সারা দেশবাসী সোশ্যাল মিডিয়াতে হলেও প্রতিবাদ জানায়৷ সেখানে অন্তত মানবিকতার খাতিরেই এই নায়কদের প্রতিবাদ জানানো উচিত, সন্ত্রাসের নিন্দা করা উচিত৷ তাঁর দাবি, এই সব নায়কদের কাছে সিনেমা ও ব্যবসাই ভগবান৷ আর তার জন্যই তাঁরা সবকিছু করতে পারেন৷

Advertisement

এযাবৎ এ নিয়ে যা বিতর্ক হয়েছে তার মুখে যেন সপাটে থাপ্পড় মারল মেজরের এই বক্তব্য৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement