Advertisement
Advertisement

Breaking News

দৈর্ঘ্য বাড়ছে ‘মা’-র, উদ্বোধন ৮ আগস্ট

ধাপার দিকের জে বি এস হলডন রোড এবং আম্বেদকর সেতুর দিকে যেমন নেমেছে মা উড়ালপুল, তেমনই এবার জুড়ছে এ জে সি বোস রোডের সঙ্গে৷

Maa Flyover To Connect AJC Bose Road Soon

ফাইল ছবি

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 2, 2016 10:38 am
  • Updated:June 22, 2022 5:06 pm  

স্টাফ রিপোর্টার: কলকাতার জনজীবনে আরও এক দফা গতি এনে দিচ্ছে কেএমডিএ৷ পার্কসার্কাস সাত মাথার মোড়ে রেকর্ড পরিমাণ কম সময়ে মা উড়ালপুলের সঙ্গে এ জে সি বোস রোড ফ্লাইওভারের সংযুক্তিকরণ সম্পূর্ণ করল কেএমডিএ৷ আগামী ৮ আগস্ট সোমবার দুপুর দুটোয় এ জে সি বোস রোডের উড়ালপুলের সঙ্গে মা-ফ্লাইওভার সংযুক্তির শুভ সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কেএমডিএ-র তৈরি এই সম্পূর্ণ উড়ালপুলটি এখনও পর্যন্ত রাজ্যের দীর্ঘতম ফ্লাইওভার৷
গত বছর পুজোর আগে ৯ অক্টোবর পরমা আইল্যান্ড থেকে পার্কসার্কাস পর্যন্ত দীর্ঘ উড়ালপুলকে আমজনতার জন্য খুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ এবার এ জে সি বোস রোডের ফ্লাইওভার থেকে ই এম বাই পাস যাওয়ার সংযোগকারী ৪৬০ মিটার আকাশপথ তৈরি হয়ে যাওয়ায় তা শহরবাসীর জন্য খুলে দিচ্ছেন তিনি৷ ধাপার দিকের জে বি এস হলডন রোড এবং আম্বেদকর সেতুর দিকে যেমন নেমেছে মা উড়ালপুল, তেমনই এবার জুড়ছে এ জে সি বোস রোডের সঙ্গে৷ সব মিলিয়ে কেএমডিএ-এর ব্যবস্হাপনায় প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ আকাশপথ চালু হয়ে যাচ্ছে কলকাতায়৷
রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী এবং কেএমডিএ-এর চেয়ারম্যান ফিরহাদ হাকিম সোমবার জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী সবুজ সংকেত দিয়ে দুই উড়ালপুলের সংযুক্তিকরণ চালু করতেই নতুন আকাশপথ খুলে যাবে রাজ্যবাসীর কাছে৷ আর তখন রেসকোর্সের দিকের পুলিশ ট্রেনিং স্কুলের কাছের রাস্তা থেকে গাড়ি নিয়ে একবার উড়ালপুলে উঠলে সোজা গিয়ে ধাপার কাছে অথবা সায়েন্স সিটির পাশে আম্বেদকর ব্রিজের পাশে নামা যাবে৷”
২০১০ সালে মা উড়ালপুলের কাজ শুরু করেও এগোতে পারেনি বাম সরকার৷ বিশেষ করে চার নম্বর ব্রিজের কাছে গিয়ে নির্মাণ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল৷ কিন্তু রাজ্যে পালাবদলের পর পুরমন্ত্রী ফিরহাদ হাকিম দায়িত্ব নিয়েই অত্যন্ত গোপনে ও শান্তিপূর্ণ পথে আলোচনা করে জবরদখলকারীদের সরিয়ে মা উড়ালপুল সম্পূর্ণ করেন৷ গতবার পুজোর আগে মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পরই ঠিক হয় এজেসি বোস রোডের সঙ্গে জুড়ে দেওয়ার কাজ শুরু হবে দু’টি ধাপে৷ প্রথম ধাপে বাইপাসমুখী, দ্বিতীয় ধাপে রেড রোডমুখী অংশের কাজ শুরু হবে৷ ইতিমধ্যে কংগ্রেস এক্সিবিশন রোডে দ্বিতীয় অংশের কাজ শুরু হয়েছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement