Advertisement
Advertisement

সৌদিতে চাকরি হারিয়ে খাদ্য সংকটে ১০,০০০ ভারতীয়

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর দেশের হয়ে এই সংহতির প্রশংসা করেছেন বিদেশমন্ত্রী৷

loosing job over-10-000-indians-facing-food-scarcity-in-saudi-arabia,  sushma-swaraj Monitors to control the situation
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 31, 2016 10:10 am
  • Updated:July 31, 2016 10:10 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরি খুইয়ে সৌদি আরবের জেড্ডায় বন্দি কমপক্ষে ১০,০০০ জন ভারতীয় কর্মী৷ একইসঙ্গে বিগত তিনদিন ধরে প্রায় অভুক্তও তাঁরা৷ বিষয়টি নিয়ে আলোচনা ও সমাধানে জেড্ডায় পাড়ি দিচ্ছেন কেন্দ্রের বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি কে সিং৷ ওই ভারতীয় কর্মীদের পাশে থাকার আশ্বাস দেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ এ প্রসঙ্গে তিনি জানান, ১০০০০ কর্মী-সহ তাঁদের পরিবারকে যথাযথ খাদ্য পরিষেবা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে সৌদির ভারতীয় দূতাবাসকে৷

পুরো প্রক্রিয়াটির তত্ত্বাবধানে রয়েছেন সুষমা নিজে৷ সুষমাকে করা টুইটে বিষয়টি প্রথম কেন্দ্রের নজরে আনেন এক ব্যক্তি৷ জানান, কাজ খুইয়ে প্রায় তিনদিন ধরে অভুক্ত ওই কর্মীরা৷ প্রত্যুত্তরে সুষমা জানান, ওই কর্মী-সহ তাঁদের পরিবারের জন্য বিনামূল্যে ব়্যাশন পরিষেবা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে সৌদির ভারতীয় দূতাবাসকে৷ তাঁর সহকর্মী ও কেন্দ্রের বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি কে সিং যে পরিস্থিতি সমাধানে সৌদি আরব ও কুয়েতে পাড়ি দিচ্ছেন, সেই বিষয়টিও জানিয়ে দেন সুষমা৷ তিনি আরও জানান, অনেকদিন ধরেই সৌদি আরব ও কুয়েতে কর্মরত ভারতীয়দের বিভিন্ন হেনস্তার শিকার হতে হচ্ছে৷ এক্ষেত্রে কুয়েতের পরিস্থিতি মন্দের ভাল হলেও সৌদি আরবের অবস্থা কুয়েতের থেকেও শোচনীয়৷ সেখানে থাকা ভারতীয় ভাই-বোনেদের কঠিন থেকে কঠিনতর পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে৷    “আমি কথা দিচ্ছি, সৌদি বা কুয়েতে কর্মক্ষেত্র থেকে বরখাস্ত হওয়া কোনও কর্মীই অভুক্ত থাকবেন না৷ প্রতি ঘণ্টায় বিষয়টির উপর নজরদারি চালাচ্ছি আমি নিজে৷”–আশ্বাস বিদেশমন্ত্রীর৷

Advertisement

 পাশাপাশি সে দেশে থাকা ৩০ লক্ষ ভারতীয়র কাছে তিনি অনুরোধ করেছিলেন, তাঁরা যেন পড়শি ভারতীয়দের খাবার দিয়ে সাহায্য করেন. বিদেশমন্ত্রীর অনুরোধে কাজ হয়েছে৷ ভারতীয় দূতাবাস ও সৌদিতে বসবাসকারী ভারতীয়দের যৌথ উদ্যোগে প্রায় ১৫,৪৭৫ কেজি খাবার সরবরাহ করা হয়েছে. বিলি করা হয়েছে খাবারের প্যাকেটও৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর দেশের হয়ে এই সংহতির প্রশংসা করেছেন বিদেশমন্ত্রী৷

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement