Advertisement
Advertisement

মিউনিখের শপিং মলে বন্দুকবাজের হামলা

মিউনিখের মর্মান্তিক ঘটনায় টুইটারে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

'Lone' German-Iranian shooter kills nine in Munich, commits suicide
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 23, 2016 9:17 am
  • Updated:July 23, 2016 9:22 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও জঙ্গিহানার কবলে জার্মানি৷ দক্ষিণ জার্মানির মিউনিখের এক শপিংমল-সহ পরপর বেশ কয়েক জায়গায় হামলা চালায় এক বন্দুকবাজ৷ সরকারিভাবে এখনও ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ আহত কমপক্ষে ২১জন৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, কোনও সন্ত্রাসবাদী সংগঠনই হামলার দায় স্বীকার করেনি৷

munich-shooting_650x400_41469236675

Advertisement

শুক্রবার ভারতীয় সময় রাত ৯.৩০ মিনিটে দক্ষিণ জার্মানির মুসাচের ওলিম্পিক স্টেডিয়ামের কাছেই অবস্থিত শপিং মল ওলিম্পিয়া এইনকউফজেনত্রাম সেন্টারে (ওয়েজ) হামলা চালায় এক দুষ্কৃতী৷ স্থানীয় সূত্রের খবর, শপিং মলের রেস্তোরাঁয় ঢুকে এলোপাথারি গুলি চালাতে শুরু করে এক বন্দুকবাজ৷ মলটির আশপাশের রাস্তায় বাস চলাচল বন্ধ করে দেয় পুলিশ৷ এমনকী মিউনিখ স্টেশনও খালি করে দেওয়া হয়৷

munich-attack-afp_650x400_41469237345

চলতি মাসে ফ্রান্সের নিস শহরে যে জঙ্গি হামলা হয়েছিল খানিক সেই ধাঁচেই হামলা হল মিউনিখেও৷ পুলিশের অনুমান এই হামলাটি মূলত ‘লোন অ্যাটাক’ এবং এই হামলার পর ঘটনায় অভিযুক্ত জঙ্গি আত্মঘাতী হয়েছে৷ পুলিশের তরফে আরও জানানো হয়েছে ঘটনায় অভিযুক্ত জঙ্গির দেহ পাওয়া গিয়েছে ওই শপিং মলেরই এক কিলোমিটারের মধ্যে৷ ১৮ বছরের ওই বন্দুকবাজের কাছ থেকে উদ্ধার হয়েছে জার্মান এবং ইরানের পরিচয়পত্র৷ তবে আততায়ীর কোনও ক্রিমিনাল রেকর্ড পাওয়া যায়নি বলে খবর৷ পুলিশ জানায়, ওই ব্যক্তি গত দু’বছর ধরে জার্মানেই থাকত৷

এই ঘটনায় স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে মিউনিখে৷ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন আটজনকে গ্রেফতার করা হয়েছে৷

সন্দেহের তির দায়েশের দিকে৷ মিউনিখের মর্মান্তিক ঘটনায় টুইটারে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement