সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে তৈরি হবে নতুন ৬টি আইআইটি৷ এই মর্মে মঙ্গলবার বিল পাশ হল লোকসভার বাদল অধিবেশনে৷ ইন্সটিটিউট অফ টেকনোলজি (আমেন্ডমেন্ট)বিল ২০১৬ অনুযায়ী, নতুন এই আইআইটি গুলি খোলা হবে পলাক্কড়, গোয়া, ধরওয়ার্দ ও ভিলাইয়ে৷ বিলে ধানবাদের ইন্ডিয়ান স্কুল অফ মাইনসকেও আইআইটির আওতায় আনার কথা বলা হয়েছে৷
বিল নিয়ে বলতে গিয়ে এদিন সংসদে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভরেকর বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলির উন্নয়নের জন্য হাই এডুকেশন ফিনানশিয়াল এজেন্সি (HEFC) গঠন করেছে সরকার৷ যা দেশের উচ্চ শিক্ষার মান খতিয়ে দেখবে৷
বর্ধিত ফি নিয়েও এদিন মুখ খোলেন জাভড়েকর৷ তিনি বলেন, সংখ্যালঘু, শারীরিক প্রতিবন্ধী ও দুঃস্থ ছাত্রদের আইআইটি ও এনআইটিতে ভর্তির ক্ষেত্রে ছাড় দেওয়া হবে৷ বার্ষিক ৯ লক্ষ টাকার কম যেই পরিবারের আয় সেই পরিবারের পড়ুয়াদের জিরো ইন্টারেস্টে লোনও দেওয়া হবে৷
আইআইটি কোচিং প্রসঙ্গে এদিন মানবসম্পদ উন্নয়নমন্ত্রী বলেন, সরকার অনলাইন আইআইটি-প্যাল প্রোগ্রাম চালু করেছে৷ যার মাধ্যমে আইআইটির প্রবেশিকা পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারবেন পড়ুয়ারা৷ ছাত্রছাত্রীরা পাবে ফ্রি টিউটোরিয়াল, প্রি-টেস্ট, হোমওয়ার্কের সুযোগ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.