Advertisement
Advertisement

অমৃতসরের দশেরায় পুড়বে নওয়াজরূপী রাবণ

দশেরা উৎসবেও এবার সার্জিক্যাল স্ট্রাইকের ছোঁয়া৷

Locals set to burn Nawaz Sharif’s effigy on Dussehra in Amritsar
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 11, 2016 3:10 pm
  • Updated:October 11, 2016 3:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দশেরা উৎসবেও এবার সার্জিক্যাল স্ট্রাইকের ছোঁয়া৷ পাক প্রেসিডেন্ট নওয়াজ শরিফকে রাবণ বানিয়ে রীতিমতো রাবণদহন অনুষ্ঠানের আয়োজন করে ফেলেছেন অমৃতসরের বাসিন্দারা৷ রাবণের মাথায় নওয়াজ শরিফের মুখ এবং রাবণের গোটা অঙ্গ পাক পতাকায় মোড়া৷ এমন দশেরা প্রস্তুতি দেখে কার্যত অবাক হতে হয়৷ কিন্তু ঠিক এই ধাঁচেই উরি জঙ্গি হামলার প্রতিবাদ করেছেন অমৃতসরের বাসিন্দারা৷ তাঁদের দাবি, পাকিস্তান সন্ত্রাসবাদের আঁতুরঘর এবং পাকি প্রশাসন যদি কঠোর হাতে সন্ত্রাস দমন না করে তবে তাদের দশাও দশাননের মতোই হবে৷

যদিও প্রতিবেশী দেশের পতাকা এবং প্রেসিডেন্টকে অপমান করার জন্য বেশ কিছু ব্যক্তি এই কাজের প্রতিবাদ করেছেন৷

Advertisement

প্রসঙ্গত, উরি জঙ্গি হামলায় ১৯ জন ভারতীয় সেনার মৃত্যু এবং এরপরই ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনায় ভারত-পাক সামরিক সম্পর্ক বেশ কঠিন অবস্থার মধ্যে দিয়েই যাচ্ছে৷ এর মধ্যে অমৃতসরের এই ঘটনা দু’দেশের সম্পর্ককে আরও তিক্ত করে তুলবে কিনা তা নিয়েই জল্পনা তুঙ্গে!

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement