Advertisement
Advertisement

লক্ষাধিক টাকা তছরুপে অভিযুক্ত বাম-পঞ্চায়েত সদস্য

গ্রামবাসীদের অভিযোগ, রেজিনা ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা দীর্ঘদিন ধরে গ্রামবাসীদের একশো দিনের টাকা আত্মসাৎ করছেন৷

left panchayat member is accused for money fraud
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 22, 2016 12:12 pm
  • Updated:June 13, 2022 4:16 pm  

স্টাফ রিপোর্টার: এক নয়, দুই নয়, কয়েক লক্ষ টাকা তছরুপের অভিযোগ সিপিএমের পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে৷ গ্রামবাসীদের নামে একশো দিনের কাজের টাকা তুলে আত্মসাৎ করার অভিযোগ৷ একশো দিনের কাজ করেননি এমন লোকের নামেও ভুয়া জব কার্ড বানিয়ে সেই টাকা আত্মসাৎ করার অভিযোগ তার বিরুদ্ধে৷ শুধু পঞ্চায়েত সদস্য নয়, এই চক্রের সঙ্গে যুক্ত ঠিকাদার ও স্থানীয় পোস্ট অফিস৷ প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও তদন্তে ঢিলেমি হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের৷

উত্তর ২৪ পরগনার দেগঙ্গা ব্লকের বেড়াচাঁপা এক নম্বর পঞ্চায়েতের পূর্ব চ্যাংদেনা গ্রামের পঞ্চায়েত সদস্য রেজিনা বিবি৷ ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে সিপিএমের সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন তিনি৷ স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৩ সাল থেকে রেজিনা বিবির পরিবারের লোকেরা এই গ্রামের পঞ্চায়েত সদস্য ছিল৷ গ্রামবাসীদের অভিযোগ, রেজিনা ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা দীর্ঘদিন ধরে গ্রামবাসীদের একশো দিনের টাকা আত্মসাৎ করছে৷

Advertisement

কিন্তু কীভাবে গ্রামবাসীদের নামে টাকা তুলে নিত তারা? গ্রামবাসীদের অভিযোগ, একশো দিনের কাজের জন্য যখন জব কার্ড দেওয়া হয়, তখন গ্রামবাসীদের নামে ভুয়া কার্ড বানিয়ে নেয় এই সদস্য৷ তারপর ঠিকাদারের সাহায্যে সেই ভুয়া কার্ডে কাজের খতিয়ান বসিয়ে নিত তারা৷ আর সব শেষে স্থানীয় পোস্ট অফিসের সাহায্যে ওই ভুয়া কার্ডে দিয়ে টাকা তুলে নিত৷ গ্রামবাসীদের থেকে জানা যায়, সাধারণ গ্রামবাসী তো আছেই, এলাকার বড় ব্যবসায়ী অথবা সরকারি দফতরের কর্মীদের নামেও জব কার্ড বানিয়ে সেই টাকা আত্মসাৎ করেছে এই পঞ্চায়েত সদস্য৷ এই বিষয়ে এলাকার বিডিওকে ৩ জুন লিখিত অভিযোগ জানিয়েছিলেন গ্রামবাসীরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement