Advertisement
Advertisement

রাজনাথের পাক সফর বাতিলের দাবি হাফিজের

কাশ্মীর না দিলে প্রবেশ নয়, হুঁশিয়ারি হাফিজের৷

Lashkar-e-Taiba chief Hafiz Saeed asked  Pakistan to not allow Rajnath Singh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 31, 2016 9:37 pm
  • Updated:July 31, 2016 9:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জামাত-ই-ইসলামির ডাকা সর্বদল বৈঠকে কাশ্মীর ইস্যুতে প্রত্যাশামতোই ভারতকে তুলোধোনা করল একাধিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন৷ তাদের দাবি, আজাদ কাশ্মীরের ডাকে সাড়া না দিয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার আইনকে লঙ্ঘন করছে ভারত৷ সেই বৈঠকে উপস্থিত ছিল হাফিজ সঈদের মতো আন্তর্জাতিক জঙ্গিরাও৷ উদ্দেশ্য স্পষ্ট, ভারতের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলিকে লেলিয়ে দেওয়া৷

ওই বৈঠকেই পাক সরকারের কাছে হাফিজ আবেদন করে, কাশ্মীরকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা না করা পর্যন্ত ভারতের সঙ্গে যাবতীয় বাণিজ্যিক চুক্তি প্রত্যাহার করুক ইসলামাবাদ৷ পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কাছে হাফিজ দাবি করে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে যেন পাকিস্তান সফরের অনুমতি না দেওয়া হয়৷ হাফিজের আবেদন, কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে হস্তক্ষেপ করার অনুমতি দিক ভারত৷ তারপরই রাজনাথ সিংয়ের পাকিস্তান সফরের অনুমতি দেওয়ার কথা ভাববে পাকিস্তান৷ হাফিজ আরও দাবি করেছে, ভারতে আলু-পিঁয়াজ রফতানি না করে কাশ্মীরের মানুষদের মধ্যে সেসব বিলিয়ে দিক পাকিস্তান ৷

Advertisement

রাজনাথ সিংয়ের পাকিস্তান সফরের আগে হাফিজের মতো আন্তর্জাতিক জঙ্গির এই মন্তব্যকে অবশ্য কোনওভাবেই সমর্থন করছেন না আমেরিকায় নিযুক্ত প্রাক্তন পাক রাষ্ট্রদূত হুসেন হাক্কানি৷ বরং তাঁর মতে, হাফিজকে অবিলম্বে গ্রেফতার করে আন্তর্জাতিক মহলে সন্ত্রাসের বিরুদ্ধে কড়া বার্তা দিক ইসলামাবাদ৷ কিন্তু পাকিস্তান এখনও সেই সাহস দেখাতে পারবে না বলেও একটি টিভি চ্যানেলে আক্ষেপ প্রকাশ করছেন তিনি৷ তাঁর মতে, ভারতের বিরুদ্ধে জঙ্গি নাশকতা চালানোর জন্য পাকিস্তান যাদের প্রশিক্ষণ দিয়েছে, আজ তাদের আক্রমণেই পাকিস্তানের মাটি সবচেয়ে বেশি রক্তাক্ত৷ পাঠানকোট হামলার তদন্তে সহযোগিতা করে ভারতকে মৈত্রীর বার্তা দিক পাকিস্তান, চান হাক্কানি৷ যদিও রাজনাথ সিংয়ের এবারের সফর থেকে ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্কে আহামরি উন্নতি তিনি আশা করছেন না৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement