Advertisement
Advertisement

Breaking News

মহালয়ার আগেই শহরে রাস্তা সারাই

চিত্তরঞ্জন অ্যাভিনিউ, এজেসি বোস রোড, পার্ক স্ট্রিট, পার্ক সার্কাস, বেহালা-সহ বিভিন্ন রাস্তা বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ সেগুলি ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে পুরসভার রাস্তা বিভাগের তরফে৷

Kolkata's All Broken Roads will Be Serviced Befored Mahalaya
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 13, 2016 9:59 am
  • Updated:August 13, 2016 9:59 am  

স্টাফ রিপোর্টার: প্রবল বৃষ্টিতে কলকাতার বেশ কিছু রাস্তা ক্ষতিগ্রস্ত৷ সঙ্গে আছে বড় রাস্তাগুলিতে বড় গাড়ির চাপ৷ তাই মহালয়ার আগে রাজ্যের পূর্ত ও কেএমডিএ ও সেচ দফতরকে পাশে নিয়ে সমস্ত রাস্তা মেরামতি করতে উদ্যোগ নিল কলকাতা পুরসভা৷ শুক্রবারই মেয়র শোভন চট্টোপাধ্যায়ের নির্দেশে জরুরি বৈঠক ডাকে পুরসভার রাস্তা বিভাগ৷ তেমনই সুকান্ত সেতুর দ্রুত সংস্কারের নির্দেশ দিয়েছেন পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস৷ শুক্রবারই তিনি সেতু পরিদর্শনে যান৷ সেখানে ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন৷ সুকান্ত সেতুর এক্সটেনশন সংযোগগুলিতে পরীক্ষা করে মেরামতির করার কথা বলা হয়েছে৷ অন্য সেতু বা রাস্তার ক্ষেত্রেও সময় বেঁধে কাজ শেষ করার কথা বলা হয়েছে৷ অন্যদিকে কেএমডিএর অধীনে যে রাস্তা বা সেতু রয়েছে সেসব ক্ষেত্রেও এক একজন করে পদস্থ ইঞ্জিনিয়ারকে দায়িত্ব দিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ মোটামুটিভাবে আগস্টের মধ্যেই কাজ সম্পন্ন করতে চাইছে রাজ্য সরকার ও কলকাতা পুরসভা৷ আবহাওয়া দফতরের সঙ্গে আলোচনা করেই কাজের হাত দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে৷
শুক্রবার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের নির্দেশেই রাস্তা বিভাগ-সহ পুরসভার সব বিভাগের ডিজি ও বরো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠকে বসেন মেয়র পারিষদ রাস্তা রতন দে৷ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরো এক্সিকিউটিভদের সঙ্গে বৈঠক হয়৷ মেয়র শোভন চট্টোপাধ্যায় চান পুজোর সময় যেন সাধারণ মানুষের কোনও অসুবিধা না হয়৷ তা নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত রাস্তা দ্রুত মেরামত করতে হবে৷ এদিনের বৈঠকে ঠিক হয় পর্যায়ক্রমে কোন কোন রাস্তায় কাজ হবে৷ চলতি বছরের প্রবল বৃষ্টিতে বেশ কিছু রাস্তার পিচ উঠে গিয়ে গর্ত তৈরি হয়েছে৷ মহালয়ার আগেই সেইসব রাস্তা সংস্কার করতে চায় পুরসভা৷ মেয়র পারিষদ (রাস্তা) রতন দে বলেন, রাস্তা সারাইয়ের কাজ চলছে বিভিন্ন জায়গায়৷ এদিন বরো আধিকারিকদের কাছে জানতে চাওয়া হয়ছে তাঁদের এলাকায় কোন কোন রাস্তার সংস্কারের প্রয়োজন রয়েছে৷ শহরের ৪ হাজার ৬০০ কিলোমিটারের বেশি রাস্তার কোথায় কী অবস্থায় রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়৷ এর মধ্যে চিত্তরঞ্জন অ্যাভিনিউ, এজেসি বোস রোড, পার্ক স্ট্রিট, পার্ক সার্কাস, বেহালা-সহ বিভিন্ন রাস্তা বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ সেগুলি ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে পুরসভার রাস্তা বিভাগের তরফে৷
তবে কলকাতার বেশ কিছু রাস্তা রয়েছে পূর্ত দফতর এবং কেএমডিএ-র৷ বন্দর এলাকার কিছু রাস্তা পোর্টের অধীন৷ সেগুলিও সংস্কারের জন্য সংশ্লিষ্ট এজেন্সিগুলির সঙ্গেও কথা বলা হবে বলে জানা গিয়েছে৷ সেই সব রাস্তার হাল নিয়ে পুরসভার ডিজিকে একটি রিপোর্ট তৈরির কথাও বলা হয়েছে৷ এদিনের বৈঠকে পুরসভায় রাস্তা, নিকাশি, জঞ্জাল-সহ সব বিভাগের ডিজিরা৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement