Advertisement
Advertisement

জঙ্গি নেটওয়ার্ক ধরতে সোশ্যাল মিডিয়ায় চোখ পুলিশের

রাজ্যের প্রায় তিনশো তরুণ ও যুবক বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেছে আইএস-এর সঙ্গে৷

Kolkata Police Aims To Stop Online Recruitment By Terror Groups
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 24, 2016 3:06 pm
  • Updated:July 24, 2016 3:06 pm  

স্টাফ রিপোর্টার: জঙ্গিরা কি যোগাযোগ রাখছে কলকাতার কোনও যুবক বা তরুণের সঙ্গে? আইএস কি থাবা বসিয়েছে শহরের যুবক-যুবতীদের উপর?

এই প্রশ্নের উত্তর খুঁজতে এবার ফেসবুক ও টুইটারের উপর নজরদারি শুরু করছে কলকাতা পুলিশ৷ তার জন্য তৈরি হচ্ছে গোয়েন্দাদের বিশেষ টিমও৷ লালবাজারের একটি সূত্র জানিয়েছে, ‘এথিকাল হ্যাকার’দের সাহায্যেই হবে এই নজরদারি৷ এই নজরদারির মাধ্যমেই সন্ধান চালানো হবে জঙ্গিদের নেটওয়ার্কের৷

Advertisement

গোয়েন্দাদের চোখে ধুলো দিতে ফোন এড়িয়ে চলছে জঙ্গিরা৷ বিশেষ করে আইএস জঙ্গি সংগঠনের নেতারা তাদের অন্যান্য সদস্যদের সঙ্গে যোগাযোগের জন্য বেছে নিয়েছে সোশ্যাল মিডিয়াকে৷ এমনকী, ফেসবুক ও টুইটারের মাধ্যমে আইএস নিয়োগও করছে৷ ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আইএস-এর সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই যোগাযোগ করেছে বেশ কিছু যুবক-যুবতী৷ অনেকে সিরিয়ায় পাড়িও দিয়েছে৷ কেন্দ্রীয় গোয়েন্দারা তদন্ত চালিয়ে দেখেছেন যে, এই রাজ্যের প্রায় তিনশো তরুণ ও যুবক বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেছে আইএস-এর সঙ্গে৷ বিশেষ করে বাংলাদেশের আইএস নেতারাই এই যোগাযোগ চালিয়ে যাচ্ছে৷ আবার সফি আরমারের মতো আইএস নেতারা বিদেশে বসেই সোশ্যাল মিডিয়ায় চালাচ্ছে প্রচার৷ সম্প্রতি আইএস নেতা মুসা গ্রেফতার হওয়ার পর গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন যে, সে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একদিকে যোগাযোগ রেখেছিল আইএস-এর মাথা সফি আরমারের সঙ্গে, অন্যদিকে চালিয়ে যাচ্ছিল নিয়োগের কাজ৷

এর আগে আইএস-এর হয়ে প্রচার চালানোর জন্য এনআইএ-র হাতে ধরা পড়েছে কৈখালির বাসিন্দা মাসুদ বিশ্বাস৷ রাজ্যে আইএস নেটওয়ার্ক তৈরির অভিযোগে দুর্গাপুরের ইঞ্জিনিয়ানিংয়ের ছাত্র আশিককে গ্রেফতার করেছে এনআইএ৷ তারা প্রত্যেকেই যে ফেসবুক ও টুইটারে আইএস নেতাদের সঙ্গে যোগাযোগ রাখত, তার প্রমাণ মিলেছে৷ এ ছাড়াও অন্তত বারোটি ‘অ্যাপ’-এর মাধ্যমে যে তারা যোগাযোগ রাখছে, সেই বিষয়েও নিশ্চিত গোয়েন্দারা৷ ইতিমধ্যেই কলকাতায় মুসার নেটওয়ার্কের সন্ধান মিলেছে৷ শহরের কোনও তরুণ বা যুবক আইএস-এর দিকে ঝুঁকছে কি না, সেই বিষয়ে নিশ্চিত হতে এবার কলকাতা পুলিশের গোয়েন্দারাও ফেসবুক ও টুইটারের উপর শুরু করছে নজরদারি৷ তার জন্য কলকাতা পুলিশ প্রথম দফায় অন্তত ৪০ জন ‘এথিকাল হ্যাকার’ নিয়োগ করবে৷ ভুয়া পরিচয় দিয়ে জঙ্গি সংগঠনের নেতারা ফেসবুক বা টুইটারের মাধ্যমে শহরের কারও সঙ্গে যোগাযোগ রাখছে কি না, তা খতিয়ে দেখবে ওই ‘এথিকাল হ্যাকার’রা৷ একইসঙ্গে কলকাতায় সাইবার অপরাধ ও ব্যাঙ্ক জালিয়াতি ঠেকাতেও ‘এথিকাল হ্যাকার’দের সাহায্য নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement