Advertisement
Advertisement

Breaking News

অপ্রশিক্ষিতদের প্রাথমিকে নিয়োগ নয়, স্পষ্ট জানাল রাজ্য

বেকায়দায় চাকরিপ্রার্থীরা...

Kolkata High Court extends stay on appointment of primary teachers
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 18, 2016 3:01 pm
  • Updated:August 18, 2016 3:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় রাজ্যের অবস্থানে বেকায়দায় পড়লেন অপ্রশিক্ষিত পরীক্ষার্থীরা৷ বৃহস্পতিবার হাই কোর্টে রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দিল, শূন্যপদ পূরণে পর্যাপ্ত প্রশিক্ষিত প্রার্থী থাকলে অপ্রশিক্ষিতদের নিয়োগ করা হবে না৷

বিচারপতি সি এস কারনানের এজলাসে আজ রাজ্যের অবস্থানে মাথায় হাত অপ্রশিক্ষিত প্রার্থীদের৷ হাই কোর্টকে সরকারি আইনজীবী স্পষ্ট জানিয়েছেন, রাজ্যের প্রাথমিক শিক্ষকের শূন্যপদ যদি প্রশিক্ষিত ও টেট উত্তীর্ণ প্রার্থীদের দিয়ে পূরণ করা সম্ভব হয়, তাহলে একজনও অপ্রশিক্ষিত নিয়োগ করবে না রাজ্য৷ অপ্রশিক্ষিতদের নিয়োগের জন্য সময়সীমা বাড়ানোর যে আবেদন করেছিল রাজ্য, তার মেয়াদ ৩১ মার্চ, ২০১৬-য় শেষ হয়ে গিয়েছে৷ সেই মামলায় আজ নিজেদের অবস্থান স্পষ্ট করল রাজ্য৷ একই সঙ্গে বিচারপতি জানিয়েছেন, অপ্রশিক্ষিতদের নিয়োগে যে স্থিতাবস্থা জারি ছিল, তা আপাতত বজায় থাকবে৷ ২৬ আগস্ট এই মামলার পরবর্তী শুনানি৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement