ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা পুরসভার ক্রেডিট সোসাইটির নির্বাচন ঘিরে অশান্ত পরিস্থিতি। সোমবার কো-অপারেটিভ নির্বাচন ঘিরে শুরু শাসক তৃণমূল ও বিরোধী বামফ্রন্টের মধ্যে তরজা শুরু। মনোনয়নপত্র দাখিলের সময় স্লোগান, পালটা স্লোগান ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা পুরসভার অন্দর।
কলকাতা পুর সভার কো-অপারেটিভ নির্বাচনে মোট ২৩টি আসনে নির্বাচন। ভোট হবে ১৮ মে। ২৬ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ দিন। তার আগেই আজ, সোমবার মনোনয়নপত্র দাখিল নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা পুরসভার অন্দর। মুখোমুখি তৃণমূল ও বামফ্রন্টের প্রতিনিধিরা। চলে স্লোগান, পালটা স্লোগান।তৃণমূল শ্রমিক কর্মচারী সংগঠন আইএনটিটিইউসি কেএমসি এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি শ্রীমন্ত ঘোষালের অভিযোগ, ৩৪ বছর ক্ষমতায় থাকাকালীন বামফ্রন্ট কোনও দিনেই বিরোধীদের মনোনয়নপত্র জমা দিতে দিত না। আবার সিটু নেতা অমিতাভ চক্রবর্তীর পালটা দাবি, কোনও নির্বাচনী বিধি না মেনেই নির্বাচনী প্রক্রিয়া শুরু করা হয়েছে। এমনকি কোঅপারেটিভ সোসাইটির নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করা হচ্ছে না। অভিযোগ, স্লোগানে উত্তপ্ত হয়ে উঠে নির্বাচনী আধিকারিকের দপ্তর।
সিটু নেতা অমিতাভ চক্রবর্তীর অভিযোগ যে শাসকদল জানে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হলেই তারা শূন্য পাবেন। তাই ছুটির দিন, রবিবার নির্বাচন রাখা হয়েছে। যাতে ছুটির দিন ভোটাররা ভোট দিতে না আসতে পারে। পালটা তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা শ্রীমন্ত ঘোষালের অভিযোগ, আসলে বামফ্রন্টের পায়ের তলায় জমি নেই। তাই আগে থেকে নির্বাচনে হেরে যাওয়ার বাহানা খুঁজছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.