Advertisement
Advertisement

Breaking News

খালেদা-পুত্র তারিক রহমানের ৭ বছরের জেল

ছেলের এই শাস্তি হওয়ার ঘটনায় মুখে কুলুপ এঁটেছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির সুপ্রিমো বেগম খালেদা জিয়া৷

Khaleda Zia's son sentenced to seven years in jail for money laundering
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 21, 2016 5:58 pm
  • Updated:July 21, 2016 5:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েক কোটি টাকা তছরুপের অভিযোগে ৭ বছরের কারাদণ্ড হল বাংলাদেশের প্রধান বিরোধী নেত্রী খালেদা জিয়ার পুত্র তারিক রহমানের৷ বাংলাদেশের উচ্চ আদালত তাঁর বিরুদ্ধে এই রায় দিয়েছে৷

রাজনৈতিক ক্ষমতার ব্যবহার করে প্রায় ২০ কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে ৫১ বছরের তারিকের বিরুদ্ধে৷ অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবীর জানিয়েছেন, তারিক তাঁর পরিবারের রাজনৈতিক ক্ষমতার অপঃব্যবহার করে বন্ধু গিয়াসুদ্দিন মামুনের সঙ্গে কোটি টাকার নয়ছয় করেছেন৷ এই টাকার বেশ কিছু অংশ তাঁরা ঘুষ হিসাবেও নিয়েছিলেন বলে অভিযোগ৷

Advertisement

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তারিক রহমানের সাত বছরের কারাদণ্ড হওয়ার পাশাপাশি ২০ কোটি টাকা জরিমানা হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল কবীর৷

বর্তমানে তারিক দেশ থেকে নির্বাসিত হয়ে লন্ডনে রয়েছেন৷ ছেলের এই শাস্তি হওয়ার ঘটনায় মুখে কুলুপ এঁটেছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির সুপ্রিমো বেগম খালেদা জিয়া৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement