Advertisement
Advertisement

Breaking News

চিনে KFC, Apple আউটলেটে হামলা

কেন বেছে বেছে মার্কিন বিপণিতেই হামলা?

KFC and Apple stores have been targeted in China.
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 21, 2016 7:29 pm
  • Updated:July 21, 2016 7:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনে ব্যবসা জমানো কেএফসি বা অ্যাপলের সময়টা বিশেষ ভাল যাচ্ছে না! কারণ, গোটা চিন জুড়েই কেএফসি বা অ্যাপলের যত আউটলেট রয়েছে – সেগুলি বয়কট করার ডাক দিয়েছেন চিনা জাতীয়তাবাদীরা৷ কয়েকজন অত্যুৎসাহী আবার ভাঙচুরও করছেন মার্কিন ব্যবসায়ীদের দোকানপাট৷

বিতর্কিত দক্ষিণ চিন সাগর নিয়ে আমেরিকা-চিন বাগযুদ্ধের প্রভাব এখন সরাসরি গিয়ে পড়েছে চিনে ব্যবসা জমানো মার্কিন সংস্থাগুলির উপর৷ ম্যানিলাকে ওয়াশিংটনের সমর্থনে বেজায় চটেছে বেজিং, চটেছেন দেশপ্রেমীরাও৷ প্রতিবাদ জানাতে দেশপ্রেমীরা প্রকাশ্যে আইফোন ভেঙে ফেলছেন, সেই ভিডিও ভাইরাল হয়েছে অনলাইনেও৷ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতেই এই পন্থা বেছে নিয়েছেন তারা, দাবি চিনা মিডিয়ার৷ বিশেষজ্ঞরা কিন্তু এই প্রবণতাকে বিপজ্জনক আখ্যা দিচ্ছেন৷ তাঁদের মতে, এর ফলে বিভিন্ন আন্তর্জাতিক বহুজাতিক সংস্থা চিনে বিনিয়োগ করতে ভয় পাবে৷

Advertisement

যদিও চিনের সরকারি সংবাদমাধ্যম এই বিশৃঙ্খলতার নিন্দা করে জানিয়েছে, “দেশপ্রেম দেখানোর কোনও সঠিক পন্থা এটা নয়৷” হেনান প্রদেশে বিক্ষোভ প্রদর্শনের জন্য পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে বলে খবর৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement