সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটবেলা থেকে বইতে পড়ে এসেছি সকলেই যে পেট্রোলিয়াম জাতীয় পদার্থ তৈরি হয় সামুদ্রিক জীবাশ্ম থেকে৷ কিন্তু এবার কৃত্রিম উপায়ে পেট্রোলিয়াম তৈরি করে চমকে দিলেন কেরলের এক ব্যক্তি৷ প্লাস্টিক জাতীয় বর্জ্য পদার্থ থেকে পরিবেশবান্ধব উপায়ে পরিশোধিত পেট্রোল এবং পেট্রোলিয়ামজাত দ্রব্য প্রস্তুত করার পদ্ধতি৷ পেরিনজানাম পঞ্চায়েতে এমনই এক পদ্ধতির প্রোটোটাইপ তৈরি করলেন ভি এস সৃজিত৷ কোদুনগাল্লুর সায়েন্স সেন্টারের প্রাক্তন ডিরেক্টর সৃজিত বহুদিন ধরেই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছেন৷ এর পাশাপাশি ছাত্র-ছাত্রীদের নিয়েও তিনি বৈজ্ঞানিক উপায়ে বর্জ্য পদার্থকে অন্যভাবে ব্যবহার করার প্রচেষ্টা চালাতেন৷
সৃজিত জানিয়েছেন, পেট্রোলিয়ামকে একটি নির্দিষ্ট মাত্রায় উত্তাপ দিলে সেটি থেকে প্লাস্টিক উৎপন্ন হয়৷ একইভাবে পলিমারাইজেশন প্রক্রিয়া ব্যবহার করে প্লাস্টিক থেকে পেট্রল উৎপাদন করা সম্ভব৷ বর্তমানে এলপিজি গ্যাস ব্যবহার করে এই প্রক্রিয়া সম্পন্ন করা হলেও পরবর্তী সময়ে বায়োগ্যাস ব্যবহার করে পেট্রোলিয়াম তৈরি করা সম্ভব হবে বলে জানা গিয়েছে৷ সৃজিত দাবি করেছেন, এই পদ্ধতিতে ১০ কেজি প্লাস্টিক থেকে ৯.৬ লিটার পেট্রোলিয়াম প্রস্তুত করা সম্ভব৷
সৃজিত আরও জানিয়েছেন, এই পদ্ধতিতে যে পরিশোধিত পেট্রোল প্রস্তুত করা যাবে তা থেকে তারপিন ও অন্যান্য পদার্থ প্রস্তুত সম্ভব৷ আর এই প্রক্রিয়ায় বর্জ্য হিসাবে যে কার্বন পাওয়া যাবে তাও পরিশোধন করে অন্যান্য কাজে ব্যবহার করা যাবে৷
এখন দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের থেকে অনুমতি পেলে এবং বিনামূল্যে বর্জ্য পাওয়া গেলে কেবল শ্রমিক নিয়োগ করেই খুব সহজে এই পেট্রোলিয়াম প্রস্তুত করা যাবে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.