Advertisement
Advertisement

Breaking News

প্লাস্টিকজাত বর্জ্য থেকে পেট্রোল উৎপাদন করলেন ভারতীয়

এখন দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের থেকে অনুমতি পেলে এবং বিনামূল্যে বর্জ্য পাওয়া গেলে কেবল শ্রমিক নিয়োগ করেই খুব সহজে এই পেট্রোলিয়াম প্রস্তুত করা যাবে৷

Kerala man makes petrol from plastic waste
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 29, 2016 7:12 pm
  • Updated:July 29, 2016 9:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটবেলা থেকে বইতে পড়ে এসেছি সকলেই যে পেট্রোলিয়াম জাতীয় পদার্থ তৈরি হয় সামুদ্রিক জীবাশ্ম থেকে৷ কিন্তু এবার কৃত্রিম উপায়ে পেট্রোলিয়াম তৈরি করে চমকে দিলেন কেরলের এক ব্যক্তি৷ প্লাস্টিক জাতীয় বর্জ্য পদার্থ থেকে পরিবেশবান্ধব উপায়ে পরিশোধিত পেট্রোল এবং পেট্রোলিয়ামজাত দ্রব্য প্রস্তুত করার পদ্ধতি৷ পেরিনজানাম পঞ্চায়েতে এমনই এক পদ্ধতির প্রোটোটাইপ তৈরি করলেন ভি এস সৃজিত৷ কোদুনগাল্লুর সায়েন্স সেন্টারের প্রাক্তন ডিরেক্টর সৃজিত বহুদিন ধরেই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছেন৷ এর পাশাপাশি ছাত্র-ছাত্রীদের নিয়েও তিনি বৈজ্ঞানিক উপায়ে বর্জ্য পদার্থকে অন্যভাবে ব্যবহার করার প্রচেষ্টা চালাতেন৷

dc-Cover-5jj9vje4lb1fsvop6j796egua1-20160729013736.Medi

Advertisement

সৃজিত জানিয়েছেন, পেট্রোলিয়ামকে একটি নির্দিষ্ট মাত্রায় উত্তাপ দিলে সেটি থেকে প্লাস্টিক উৎপন্ন হয়৷ একইভাবে পলিমারাইজেশন প্রক্রিয়া ব্যবহার করে প্লাস্টিক থেকে পেট্রল উৎপাদন করা সম্ভব৷ বর্তমানে এলপিজি গ্যাস ব্যবহার করে এই প্রক্রিয়া সম্পন্ন করা হলেও পরবর্তী সময়ে বায়োগ্যাস ব্যবহার করে পেট্রোলিয়াম তৈরি করা সম্ভব হবে বলে জানা গিয়েছে৷ সৃজিত দাবি করেছেন, এই পদ্ধতিতে ১০ কেজি প্লাস্টিক থেকে ৯.৬ লিটার পেট্রোলিয়াম প্রস্তুত করা সম্ভব৷

সৃজিত আরও জানিয়েছেন, এই পদ্ধতিতে যে পরিশোধিত পেট্রোল প্রস্তুত করা যাবে তা থেকে তারপিন ও অন্যান্য পদার্থ প্রস্তুত সম্ভব৷ আর এই প্রক্রিয়ায় বর্জ্য হিসাবে যে কার্বন পাওয়া যাবে তাও পরিশোধন করে অন্যান্য কাজে ব্যবহার করা যাবে৷

এখন দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের থেকে অনুমতি পেলে এবং বিনামূল্যে বর্জ্য পাওয়া গেলে কেবল শ্রমিক নিয়োগ করেই খুব সহজে এই পেট্রোলিয়াম প্রস্তুত করা যাবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement