Advertisement
Advertisement

নিষেধাজ্ঞা জারি  প্লাস্টিকের তৈরি জাতীয় পতাকায়

রাজ্যে প্লাস্টিক দূষণ রোধ করতেই নেওয়া হল এই পদক্ষেপ৷

Kerala-bans-national-flags-made-of-plastic
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 15, 2016 3:02 pm
  • Updated:July 15, 2016 3:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্লাস্টিকের জাতীয় পতাকা তৈরি ও বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করল কেরল সরকার৷ রাজ্যে প্লাস্টিক দূষণ রোধ করতেই নেওয়া হল এই পদক্ষেপ৷

নানা সভা সমাবেশ থেকে শুরু করে গাড়িতে অনেকেই প্লাস্টিকের তৈরি জাতীয় পতাকা রাখেন৷ ব্যাপক হারে এই ধরনের পতাকা বিক্রি হয় রাস্তার মোড়ে মোড়ে৷ বিশেষত স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এই ধরনের পতাকার বিক্রি হয় আকাশছোঁয়া৷ কিন্তু এবার তা প্রতিরোধে উদ্যোগী হল কেরল প্রশাসন৷ নিয়ম অনুযায়ী, জাতীয় পতাকা উল, সুতো, খাদি ও সিল্কের তৈরি হতে পারে৷ তবে দীর্ঘদিন এ নিয়মের তোয়াক্কা না করেই প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে জাতীয় পতাকা৷ যখন প্লাস্টিক দূষণ প্রতিরোধে বিভিন্ন রাজ্যে নানা কর্মসূচি নেওয়া হচ্ছে তখন, জাতীয় পতাকার ক্ষেত্রে প্লাস্টিকের ব্যবহার যে মোটেও বাঞ্ছনীয় নয় এমনটাই মনে করছে সে রাজ্যের প্রশাসন৷ এই মর্মে সমস্ত সরকারি দফতরে নির্দেশিকাও জারি করা হয়েছে৷

Advertisement

স্থানীয় ক্লাব বা সংস্থাগুলিও ইতিমধ্যে ‘গ্রিন প্রোটোকল’ মানতে শুরু করছে৷ প্লাস্টিকের তৈরি পতাকার বদলে কাপড়ের পতাকা ব্যবহার শুরু করেছে৷ প্লাস্টিকের ব্যবহার রুখতে এবার প্লাস্টিকের তৈরি জিনিসের উপর ২০ শতাংশ করও ধার্য করেছে কেরল প্রশাসন৷ ফাস্ট ফুডের বিক্রি নিয়ন্ত্রণ করতে ও ছোটদের মধ্যে ওবেসিটি আটকাতে জাঙ্ক ফুডেও ‘মেদ কর’ কায়েম করা হয়েছিল৷  প্লাস্টিকের তৈরি জিনিসে কর বসিয়ে কেরলের চলতি বাজেটে আরও এক দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া হল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement