Advertisement
Advertisement

Breaking News

শুঁয়োপোকার ভয় দেখিয়ে কেপমারি বেলুড়ে

ধৃত অভিযুক্ত, তবে মিলল না চুরি যাওয়া ১৬ হাজার টাকা৷

'kepmari' in Belur by showing false Caterpillar
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 21, 2016 10:15 am
  • Updated:July 21, 2016 2:23 pm

স্টাফ রিপোর্টার, হাওড়া: এবার কেপমারির এক নতুন পদ্ধতি দেখা গেল হাওড়ায়৷ এক ব্যক্তির গায়ে শুঁয়োপোকা বলে ১৬ হাজার টাকা কেপমারি হল বেলুড়ে৷ বুধবার সকালে বেলুড় মঠের এসবিআই ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিয়ে বেরোচ্ছিলেন ভূপেন্দ্রচন্দ্র পাল রায় নামে ষাটোর্ধ্ব এক ব্যক্তি৷

ব্যাঙ্ক থেকে টাকা তুলে বেরনোর সময় এক ব্যক্তি ভূপেন্দ্রবাবুর কাছে এসে তাঁকে জানান, ভূপেন্দ্রবাবুর গায়ে শুঁয়োপোকা উঠেছে৷ নিজের গায়ে কোথায় শুঁয়োপোকা রয়েছে তা দেখতে যখন ভূপেন্দ্রবাবু ব্যস্ত, তখনই ওই ব্যক্তি তাঁকে সাহায্য করতে এগিয়ে আসে৷ ভূপেন্দ্রবাবুর গায়ের সেই শুঁয়োপোকা সরাতে উঠে পড়ে লেগে যায়৷ গা থেকে শুঁয়োপোকা বের করার জন্য ওই ব্যক্তি স্থানীয় দোকান থেকে জল নিয়ে এসে ভূপেন্দ্রবাবুর গায়ে ঢেলে দেয়৷ জলে ভিজে যাওয়া জামা খুলতে গিয়ে নিজের হাতের টাকার ব্যাগটি পাশে রাখেন তিনি৷

Advertisement

এরপর কয়েক মিনিটের মধ্যে ভূপেন্দ্রবাবু দেখতে পান তাঁর ব্যাগে রাখা ১৬ হাজার টাকা উধাও৷ আর তাঁকে যে ব্যক্তি শুঁয়োপোকা দেখিয়েছিলেন তিনি ছুটে পালাচ্ছেন৷ সঙ্গে সঙ্গে ভূপেন্দ্রবাবুও ওই সন্দেহভাজন ব্যক্তির পিছনে বিভ্রান্তের মতো ছুটতে থাকেন৷ কিন্তু ততক্ষণে নাগালের বাইরে বেরিয়ে যায় সে৷ এই ঘটনা দেখে বেলুড় মঠ বাস স্ট্যান্ডে কর্তব্যরত ট্রাফিকের এএসআই বিশ্বরঞ্জন চক্রবর্তী মোটর বাইক নিয়ে ওই ব্যক্তিকে তাড়া করেন৷ বেলুড় মঠের মূল গেটের সামনে তাকে ধরেও ফেলেন৷ তবে চুরি যাওয়া টাকা ওই ব্যক্তির কাছ থেকে পাওয়া যায়নি৷ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement