Advertisement
Advertisement

ক্যাটরিনাকে কড়া চ্যালেঞ্জে ফেললেন আলিয়া

চিকনি চামেলি ভার্সাস পটাখা গুড্ডি৷

Katrina and Alia's Pool Aerobics Video
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 20, 2016 7:01 pm
  • Updated:November 3, 2020 8:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে নতুন ক্যাট ফাইটের সূচনা৷ একে অপরকে টক্কর দিতে ময়দানে নেমে পড়েছেন দুই সুন্দরী৷ ৩৩ বছরের ক্যাটরিনাকে চ্যালেঞ্জ জানিয়েছেন তেইশের ‘পটাখা গুড্ডি’ আলিয়া৷ জুনিয়রের চ্যালেঞ্জকে বেশ সিরিয়াসলিই নিয়েছেন ক্যাট৷

আদা-জল খেয়ে নেমে পড়েছেন সুইমিং পুলের জলে৷ নেমে পড়েছেন আলিয়াও৷ ব্ল্যাক বিকিনিতে জলকেলি নয়, বেকায়দা পুশ আপ দিয়েছেন দুই বলি বিউটি৷ তাও আবার এক-দুইবার নয়, টানা ২০ বার৷

Advertisement

প্রতিযোগিতা ছিল টানটান৷ বিনা যুদ্ধে একে অপরকে সূচাগ্র মেদিনীও ছাড়েননি কেউই৷ ড্রিম টিম কনসার্টের সৌজন্যে বিদেশে দল বেঁধে ঘুরে বেড়াচ্ছেন ক্যাটরিনা, আলিয়া, সিদ্ধার্থ, বরুণ, আদিত্য, পরিনীতিরা৷ কনসার্টের ফাঁকে এভাবেই সময় কাটাচ্ছেন সকলে৷ সেই সঙ্গে ক্যাটরিনা ও আলিয়ার মধ্যেও বন্ধুত্ব বেশ গাঢ় হয়েছে বলে জানা গিয়েছে৷ তারই ফলশ্রুতি স্পেশ্যাল পুল সেশন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement