Advertisement
Advertisement

সেনার গুলিতে খতম হিজবুল নেতা, থমথমে কাশ্মীর

পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সঙ্ঘর্ষে মৃত ৩, খবর সূত্রের

Kashmir tense after Hizbul leader Burhan Wani's killing, Amarnath yatra suspended
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 9, 2016 4:38 pm
  • Updated:December 1, 2020 3:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেনার গুলিতে ‘মোস্ট ওয়ান্টেড’ হিজবুল মুজাহিদিন নেতা বুরহান ওয়ানির মৃত্যুতে থমথমে কাশ্মীর৷ শ্রীনগর-সহ অন্যান্য স্থানে কারফিউ জারি করা হয়েছে৷ নিরাপত্তার স্বার্থে আপাতত স্থগিত রাখা হয়েছে অমরনাথ যাত্রা৷

সঈদ আলি শাহ গিলানি, উমর ফারুক, মহম্মদ ইয়াসিন মালিকের মতো বিচ্ছিন্নতবাদী নেতাদের গৃহবন্দী করা হয়েছে৷ আজ কাশ্মীর জুড়ে বনধের ডাক দিয়েছেন হুরয়্ত নেতারা৷ শুক্রবার বিকেলে ইন্টেলিজেন্স ব্যুরো সূত্রে খবর পেয়ে সেনা-পুলিশ যৌথ অভিযানে বুরহান-সহ তিন জঙ্গিকে নিকেশ করে৷ বুরহানের শেষকৃত্যে যোগ দিতে আজ কয়েক হাজার মানুষের জমায়েত কেন্দ্রীয় গোয়েন্দা ও সেনাকে চিন্তায় ফেলে দিয়েছে৷

Advertisement

বিচ্ছিন্নতাবাদী নেতার বুরহানের মৃত্যুর প্রতিবাদে পুলিশের সঙ্গে সঙ্ঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা৷ পুলিশের সঙ্গে সঙ্ঘর্ষে তিনজনের মৃত্যুর খবর মিলেছে অসমর্থিত সূত্রে৷ কয়েকটি স্থানীয় সংবাদ চ্যানেল ও রেডিও বুরহান ওয়ানির বক্তব্য রিলে করে শোনানো হচ্ছে বলে খবর সংবাদসংস্থা সূত্রে৷ স্থানীয় সূত্রে খবর, গত কয়েক বছরে আজাদ কাশ্মীরের দাবি তুলে বিচ্ছিন্নতাবাদীদের ‘পোস্টার বয়’ হয়ে উঠেছিল ২২ বছরের বুরহান৷ কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি রুখতে কাশ্মীরে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্তব্ধ করে দেওয়া হয়েছে৷ কাশ্মীরে বারামুল্লা থেকে বানিহাল ট্রেন পরিষেবাও স্তব্ধ৷

পুলিশ সূত্রে খবর, শ্রীনগরের ছয়টি পুলিশ স্টেশনে, পুলওয়ামা ও অনন্তনাগে কারফিউ জারি রয়েছে৷ শুক্রবার রাতে বুরহানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিক্ষিপ্ত অশান্তির খবর আসতে শুরু করে৷ জম্মু বেস ক্যাম্প থেকে অমরনাথ যাত্রা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে৷ বন্ধ পেট্রল পাম্প, বাজার, অফিস৷ সরকারি দফতর খোলা থাকলেও উপস্থিতির হার কম৷ স্কুল-কলেজও বন্ধ রাখা হয়েছে৷ কাশ্মীর সেন্ট্রাল ইউনিভার্সিটির সমস্ত পরীক্ষা স্থগিত করে দিয়েছে কর্তৃপক্ষ৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement