সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিজবুল মুজাহিদিন নেতা বুরহান ওয়ানির মৃত্যুতে সোমবারও থমথমে কাশ্মীর৷ বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ২৩৷ জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি রাজ্যবাসীর কাছে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন করেছেন৷ পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সোমবার বেলা পর্যন্ত অমরনাথ যাত্রা স্থগিত রাখা হয়েছিল৷ বেলা চারটের পর থেকে ফের যাত্রা শুরু হয়েছে৷ উধমপুরের পাটনিটপে আটকে রয়েছেন বহু পুণ্যার্থী, খবর সংবাদ সংস্থা সূত্রে৷ জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আজ বেলা ১২ টায় উচ্চপর্যায়ের বৈঠকের ডাক দিয়েছেন৷
এলাহাবাদ থেকে আগত পুণ্যার্থীরা জম্মু বেস ক্যাম্পে আটকে ছিলেন আজ দুপুর পর্যন্ত৷ বিকেলের পর জম্মু থেকে অমরনাথের উদ্দেশ্যে বাস পরিষেবা ফের চালু হয়েছে৷ এই খবরে স্বস্তি পেয়েছেন বেস ক্যাম্পে আটকে থাকা প্রায় ১৫ হাজার মানুষ৷ তাঁদের আশা, দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে৷ ভূস্বর্গে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্তব্ধ থাকায় কাশ্মীরে আটকে পড়া পর্যটকরা বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগও রাখতে পারছেন না বলে দাবি করেছেন অনেকে৷ নতুন করে কাশ্মীরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা বাতিল করতে হচ্ছে পর্যটকদের৷
(বুরহানির শেষকৃত্যে জনতা-পুলিশ সংঘর্ষে মৃত ১৬)
এদিকে জম্মু ও কাশ্মীরের বহু এলাকায় আজও কারফিউ লাগু রয়েছে৷ গত শুক্রবার অনন্তনাগের কোকেরনাগে সিআরপিএফ, রাষ্ট্রীয় রাইফেলস ও পুলিশ সম্মিলিত অভিযান চালিয়ে নিকেশ করে ‘মোস্ট ওয়ান্টেড’ হিজবুল জঙ্গি বুরহানকে৷ তার সঙ্গেই মারা যায় আরও দুই জঙ্গি৷ সোশ্যাল মিডিয়া মারফত কাশ্মীরি যুবকদের জঙ্গি দলে নাম লেখাতে উদ্বুদ্ধ করত ওয়ানি, খবর সেনা সূত্রে৷ আজাদ কাশ্মীরের দাবী তোলা এই বিছিন্নতাবাদী নেতার শেষকৃত্যে সামিল হন বহু মানুষ৷ কাশ্মীরে বিছিন্নতাবাদী আন্দোলনের মুখ হয়ে উঠেছিল হিজবুল মুজাহিদিনের এই তরুণ কম্যান্ডার৷ তাঁর খোঁজে হন্যে ছিল সেনা ও পুলিশ৷ স্থানীয় বাসিন্দাদের মদতেই বারবার গা ঢাকা দিতে সক্ষম হচ্ছিল বুরহান৷ স্থানীয় বাসিন্দাদের প্রশ্রয়েই একাধিক নাশকতামূলক কাজের ছক কষত বুরহান৷ কাশ্মীরে হিন্দু পণ্ডিতদের পুর্নবাসন প্রক্রিয়া বাস্তবায়িত হলে উপতক্যায় রক্ত ঝরবে বলেও হুমকি দিয়েছিল সে৷
এমনকী এবারের অমরনাথ যাত্রাতেও হামলার ছক ছিল তার৷ তার এই বিপ্লবী ইমেজের কারণেই এক শ্রেণির মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা ছিল আকাশছোঁয়া৷ বুরহানের মৃত্যুর খবর কাজে লাগিয়ে ফের ভূ-স্বর্গে অশান্তি তৈরির চেষ্টা চালাচ্ছে একদল বিচ্ছিন্নতাবাদী, খবর ইন্টেলিজেন্স ব্যুরো সূত্রে৷ সোমবার পর্যন্ত অন্তত ৪টি পুলিশ স্টেশন, ৩৬টি সরকারি দফতর, কয়েক ডজন পুলিশি গাড়ি ভাঙচুর করেছে বিক্ষোভকারীরা৷ জখম হয়েছেন ১০০ জনেরও বেশি সেনা ও পুলিশ৷ পুলিশি প্রতিরোধের মুখে আহত হয়েছে ১০২ জন সাধারণ মানুষ৷ ২০১০ সালের পর থেকে আজ পর্যন্ত কাশ্মীরে এমন অশান্তি দেখা যায়নি৷ সেবার পুলিশের সঙ্গে সঙ্ঘর্ষে প্রাণ হারিয়েছিলেন ১১২ জন বিক্ষোভকারী৷ এই প্রবণতাকে বিপজ্জনক বলে মনে করেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীও৷ এদিন তিনি বলেছেন, জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করা যাবে না৷ সন্ত্রাসবাদকে যে কোনও মূল্যে রুখে দিতে হবে৷ জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে রাজনীতি করা চলবে না বলে জানিয়েছেন কংগ্রেস সভানেত্রী৷
(সেনার গুলিতে খতম হিজবুল নেতা, থমথমে কাশ্মীর)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.