Advertisement
Advertisement

Breaking News

গ্রামবাসীদের পায়ে ধরে শৌচালয় বানানোর আর্জি প্রধানের

আক্ষরিক অর্থেই গ্রামবাসীদের পায়ে ধরে শৌচালয় বানাতে আর্জি জানাচ্ছেন তিনি৷

karnataka-village-sarpanch-begs-people-build-toilets-falling-their-feet
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 5, 2016 4:40 pm
  • Updated:August 20, 2020 10:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বচ্ছ ভারত অভিযানের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ সেই অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসডর তারকা অভিনেত্রী বিদ্যা বালন বিজ্ঞাপনে প্রায় পাখি পড়ার মতো করে বুঝিয়ে বলেন, শৌচালয়ের উপকারিতার কথা৷ তবে এবার এই অভিযানকে একেবারে অন্য মাত্রায় নিয়ে গেলেন কর্ণাটকের এক পঞ্চায়েত প্রধান৷ আক্ষরিক অর্থেই গ্রামবাসীদের পায়ে ধরে শৌচালয় বানাতে আর্জি জানাচ্ছেন তিনি৷

কোপ্পল জেলার শ্রীরামনগরের পঞ্চায়েত প্রধান শ্রীনিবাস কার্তুরি৷ পঞ্চায়েতে প্রায় ২১০০ পরিবারের মধ্যে মোটে ৪৪১ পরিবারে পাকা শৌচালয় আছে৷ বাকি পরিবার এখনও অস্বাস্থ্যকর পরিবেশেই দিন গুজরান করছে৷ এই পরিস্থিতি ফেরাতেই উদ্যোগী হয়েছেন সরপঞ্চ৷ বাড়ি বাড়ি গিয়ে তিনি বাসিন্দাদের পায়ে ধরে অনুরোধ করছেন শৌচালয় বানাতে৷ এমনকী আর্থিক সঙ্গতি না থাকলে তিনি সাহায্য করবেন বলেও জানাচ্ছেন৷ শুধু প্রচার ও বিজ্ঞাপন নয়, সরপঞ্চের বাড়ি বাড়ি গিয়ে এই অনুরোধ গণচেতনা জাগরণে বিশেষ ভূমিকা নিচ্ছে বলেই মনে করছেন কোপ্পল জেলা পঞ্চায়েতের সিইও আর রামচন্দ্রণ৷ পঞ্চায়েত প্রধানের এহেন ব্যবহারে কেউ কেউ অপ্রস্তুত হচ্ছেন, কেউ কেউ আবার মনে করছেন এবার শৌচালয় বানানো উচিত৷ তাঁর সরাসরি আবেদনেই যে পরিস্থিতির হাল অনেকটা পাল্টাবে এমনটাই মনে করছেন গ্রামবাসীরা৷

Advertisement

সরকারি স্তরে বিভিন্ন প্রকল্পের ব্যর্থতা নিয়ে যখন স্থানীয় নেতাদের অকর্মণ্যতাই মুখ্য হয়ে ওঠে, তখন নিঃসন্দেহে এই সরপঞ্চের ব্যবহার ব্যতিক্রমী উদাহরণ হয়েই থাকবে৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement