সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমাগত বাড়তে থাকা চাপের মুখে পিছু হটলেন পরিচালক করণ জোহর৷ ক’দিন আগেই যিনি পাক অভিনেতাদের হয়ে জোর সওয়াল শুরু করেছিলেন, তাঁর মুখেই শোনা গেল উল্টো সুর৷ জানালেন, এরপর আর কোনও ছবিতে পাক অভিনেতাকে রাখবেন না তিনি৷
করণের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এই মুহূর্তে ঘোর মুশকিলে৷ পাক অভিনেতা ফওয়াদ খান থাকার কারণে ছবিটির মুক্তি বিশ বাঁও জলে৷ ভারত-পাক সম্পর্কের অবনতি হওয়ার কারণে পাক শিল্পীদের নিয়ে গোটা দেশেই বিরূপ মনোভাব দেখা দিয়েছে৷ প্রযোজক সংস্থা ‘ইমপা’ যেমন পাক শিল্পীদের কাজে নিষেধাজ্ঞা জারি করেছে, তেমনই ছবির প্রদর্শনে বেঁকে বসেছেন হল মালিকরাও৷ মুম্বই পুলিশের কাছে ছবি মুক্তিতে নিরাপত্তা চাওয়া হলে প্রবল বিক্ষোভ দেখায় মহারাষ্ট্র নবনির্মাণ সেনা৷ এ অবস্থায় গত্যন্তর না দেখেই অবশেষে এক ভিডিও বার্তায় পাক অভিনেতাদের ছবিতে না নেওয়ার কথা জানালেন করণ৷ তাঁর ঘোষণা, পরবর্তী কোনও ছবিতে কোনও পাক শিল্পীকে না হয় না নেবেন৷ কিন্তু ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’কে মুক্তি পেতে না দেওয়া ঠিক হচ্ছে না৷
এটাই যদি সিদ্ধান্ত, তাহলে এতদিন চুপ করে ছিলেন কেন? পরিচালক জানাচ্ছেন, মানুষ যে তাঁকে দেশদ্রোহী ভেবেছে এতে তিনি নিতান্তই আহত ও দুঃখিত হয়েছেন৷ কেননা তিনি যখন ছবির শুটিং শুরু করেছিলেন তখন দুই দেশের মধ্যে এরকম সম্পর্ক ছিল না৷ তখন ভারত সরকারের পক্ষ থেকেই দৌত্যের আয়োজন করা হচ্ছিল৷ সে কথা মাথায় রেখেই তিনি ছবির কাস্টিং করেছিলেন৷ এখনও যা হচ্ছে এবং দেশের মানুষের যা মতামত, তাকে সম্মান দেন তিনি৷ আর তাই পরবর্তী কোনও ছবিতে পাক অভিনেতাদের না নেওয়ার কথা ঘোষণা করে দিলেন৷ তবে তাতে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর মুক্তির জট কাটবে কি না, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.