সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওলিম্পিক যত এগোচ্ছে, ভারতের হারের তালিকা তত বাড়ছে৷ যাঁদের উপর দেশবাসীর বেশি ভরসা ছিল, চূড়ান্ত হতাশ করছেন তাঁরাই৷ ওলিম্পিকের ষষ্ঠ দিনেও তার ব্যতিক্রম ঘটল না৷ অন্তত দিনের শুরুর ছবিটা বেশ হতাশাজনক৷
এদিনই ভারতীয়দের ব্যাডমিন্টন সফর শুরু হল৷ আর শুরুতেই মুখ থুবড়ে পড়লেন জোয়ালা গুট্টা ও অশ্বিনী পুনাপ্পা৷ গ্রুপ এ-র তিনটি ম্যাচের মধ্যে প্রথমটিতেই হার জোয়ালা-পুনাপ্পার৷ মহিলা ডাবলসের জাপানের মিসাকি মাটসুটোমো ও আয়াকা টাকাহাশির কাছে স্ট্রেট গেমে হারলেন কমনওয়েলথে সোনাজয়ী দুই শাটলার৷ জাপানি জুটির কাছে যেন অসহায় আত্মসমর্পন করলেন তাঁরা৷ মাত্র ৩৮ মিনিটেই কুপকাত জোয়ালারা৷ জাপানি মহিলাদের পক্ষে খেলার ফল ২১-১৫, ২১-১০৷
জোয়ালাদের পরই ব্যক্তিগত ইভেন্টে হারলেন দুই তিরন্দাজি দীপিকা কুমারী ও বোম্বাইলা দেবী৷ বুধবারই আশা জাগিয়ে শেষ ষোলোয় পৌঁছে ছিলেন দু’জন৷ চিনা তাইপেই তান ইয়া টিংয়ের কাছে ২৭-২৮, ২৬-২৯, ২৭-৩০ ব্যবধানে হারেন দীপিকা৷ এদিকে, মেক্সিকোর আলেজান্দ্রা ভ্যালেন্সিয়ার কাছে হেরে শেষ ষোলো থেকেই ছিটকে গেলেন বোম্বাইলা দেবী৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.