Advertisement
Advertisement

চোখের জলে মিশে গেল জুডিথের ঘরে ফেরার আনন্দ

ক্ষতবিক্ষত মনটাকে সারিয়ে তুলতে লাগবে সময়৷ নেবেন মেডিটেশনের সাহায্য৷

Judith returns home in kolkata
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 25, 2016 10:32 am
  • Updated:July 25, 2016 10:32 am

স্টাফ রিপোর্টার: তিনি ফিরলেন৷ দেড়মাসের মানসিকভাবে বিধ্বস্ত শরীরটা টেনে নিয়ে ঝাঁপিয়ে পড়লেন দিদির কোলে৷ ঘরে ফেরা৷ বহুদিন পর৷ আফগানিস্তানে তালিবান জঙ্গিদের ডেরায় কী দুঃসহ অবস্থায় কেটেছে তাঁর৷ মিনিট-ঘণ্টা, দিন-রাতের হিসাব মেলানো মুশকিল৷ বন্দিদশা কাটিয়ে নিজের বাড়ির চৌকাঠ পেরিয়ে হাসিমুখে ঢুকেছেন এতদিনে৷ ক্ষতবিক্ষত মনটাকে সারিয়ে তুলতে সময় লাগবে৷ এর জন্য মেডিটেশনে ডুব দেবেন জুডিথ৷

দাদার হাত ধরে কলকাতার বিমানবন্দর থেকে সোজা এসে ঢুকলেন পার্কসার্কাসের আনন্দ পালিত রোডের বাড়িতে৷ দিদি অ্যাগনেস অধীর আগ্রহে যেন অপেক্ষা করছিলেন এই মাহেন্দ্রক্ষণের৷ বাড়ির দরজা তো হাট করে খোলা ছিলই৷ কলিং বেলে চাপও দিতে হয়নি জুডিথকে৷ এলেন৷ সটান ঢুকে পড়লেন বাড়িতে৷ চোখের জল বাগ মানছিল না৷ দিদিরও তাই৷ আনন্দাশ্রু ভিজিয়ে দিল একে অপরকে৷

Advertisement

রবিবারই দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে সাক্ষাৎ সেরে রবিবারের উড়ানেই কলকাতায়৷ কড়া নিরাপত্তার মধ্যে যখন বাইরে এলেন তখন সন্ধে৷ জুডিথের হাতে ধরা শুভেচ্ছার ফুলের তোড়া৷ কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে যা দেওয়া হয় তাঁকে৷ সাংবাদিকদের প্রশ্নবাণের সামনে গটগট করে হাঁটা লাগালেন৷ আপনাকে কি মুক্তিপণ দিতে হয়েছে? তালিবানরা কি অত্যাচার করেছে? কেন্দ্রীয় সরকারের ভূমিকায় খুশি? সমস্ত অপ্রিয় প্রসঙ্গ এড়িয়ে দাদার সঙ্গে উঠে পড়লেন গাড়িতে৷

বাড়ির সামনেও তো অধীর অপেক্ষায় থাকা সাংবাদিককুল তৈরি ছিলেন অপহরণ পর্বের রহস্য উদ্ধারে৷ সেখানেও কোনও কথা না বলে রহস্য বাড়িয়ে মন্তব্য করলেন, ‘‘এখন কয়েকদিন মেডিটেশন করতে হবে৷ মানসিক অবস্থা ভাল নেই৷ কিছুদিন পরিবারের সঙ্গে একেবারেই একান্তে কাটাতে চাই৷” ফিরবেন আফগানিস্তানে? ফের নামবেন তালিবান-রাজ এলাকায় সমাজসেবার যু‌দ্ধে  দাদা বললেন, “এটা একান্ত বোনের সিদ্ধান্ত৷ ও ঠিক করবে৷” মনের মধ্যে ঝড় বইয়ে দেওয়া প্রশ্নের মুখে জুডিথ চুপ৷

আগা খান ফাউন্ডেশনের টেকনিকাল অ্যাডভাইসর জুডিথের ঘরে ফেরার খবর পেয়ে গিয়েছিলেন তারাও৷ পি ১০৬ সিআইটি রোডের আবাসিকরা৷ বাড়িতে শুভেচ্ছা ফোনের বন্যা৷ কোনওটা নিজে ধরেছেন৷ কোনওটা তাঁর দাদা৷ তবে সবাইকেই আশ্বস্ত করে জানিয়েছেন৷ শারীরিকভাবে ‘চাঙ্গা’ তিনি৷ তবে মনের মধ্যে আতঙ্ক৷ ‘নতুন জীবন’ ফিরে পেয়ে  এই ‘যুদ্ধ জয়ে’ ক্লান্ত জুডিথ৷ ছোট্ট বিরতির পর ফিরে আসবেন, বলছেন সকলে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement