Advertisement
Advertisement

অন্তরঙ্গ ভিডিও ফাঁস, প্রেমিকাকে বিয়েতে বাধ্য যুবক

ঘটনাটি আদালত পর্যন্ত পৌঁছলে, পরবর্তী ১৫ দিনের মধ্যে আদালত দিগ্বিজয় এবং পূজাকে বিয়ে করার নির্দেশ দেয়৷

Judge directs man to marry girlfriend after he posts obscene video
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 22, 2016 3:50 pm
  • Updated:August 22, 2016 3:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিগ্বিজয় এবং পূজার সম্পর্কটা বেশ কয়েকদিন ধরেই ভাল যাচ্ছিল না৷ শুধু তাই নয়, পূজা শেষের দিকে সম্পর্কটা আর এগিয়ে নিয়ে যেতে চাননি৷ আর তাই চার বছরের প্রেমের সম্পর্কে ইতি টানতে বাধ্য হয়েছিলেন দিগ্বিজয়৷

কিন্তু ভালবাসা এবং যুদ্ধে সবকিছু সম্ভব, এমন তথ্যে বিশ্বাসী দিগ্বিজয় এত সহজে পূজার চলে যাওয়া মেনে নিতে পারলেন না৷ তাই বদলা নেওয়ার পৈশাচিক বাসনা থেকে পূজার সঙ্গে তাঁর অন্তরঙ্গ মুহূর্তের কিছু ভিডিও ফাঁস করে দিলেন তিনি৷

Advertisement

বিহারের জামুই জেলায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ এই ঘটনার জন্য পূজা দিগ্বিজয়ের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানালে, পুলিশ তাঁকে গ্রেফতার করে৷ ঘটনাটি আদালত পর্যন্ত পৌঁছলে, পরবর্তী ১৫ দিনের মধ্যে আদালত দিগ্বিজয় এবং পূজাকে বিয়ে করার নির্দেশ দেয়৷

আদালতের নির্দেশ মেনে বৃহস্পতিবার বিয়ে সারেন দিগ্বিজয় এবং পূজা৷ একদিকে জামাই যখন হাতকড়া পরেই বিয়ে করে আবার শ্রীঘরে ফিরে গিয়েছেন, অন্যদিকে পূজা বিয়ের পর গিয়েছেন দিগ্বিজয়ের বাড়িতে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement