Advertisement
Advertisement

অফিসের মধ্যেই কুপিয়ে খুন প্রবীণ সাংবাদিক

প্রবীণ সাংবাদিককে সোমবার রাতে অফিসের মধ্যেই নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়৷

Journalist of Gujarati newspaper stabbed to death in office
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 23, 2016 4:38 pm
  • Updated:August 23, 2016 7:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও সাংবাদিক হত্যার ঘটনা ঘটল দেশে৷ গুজরাতের এক প্রবীণ সাংবাদিককে সোমবার রাতে অফিসের মধ্যেই নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়৷

মঙ্গলবার অফিসের মধ্যেই সেই সাংবাদিকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়৷ গুজরাতের সৌরাষ্ট্রে ‘জয়হিন্দ’ পত্রিকার ব্যুরো চিফ কিশোর দাভে সোমবার রাতে একাই অফিসে বসে খবর লিখছিলেন৷ সেই সময়ই অফিসের ভিতরে কেউ ছুরি দিয়ে তাঁর বুকে আঘাত করে৷ বারংবার ছুরি দিয়ে কোপানো হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়৷ অফিসের মধ্যে সিসিটিভি ক্যামেরা থাকলেও, অপরাধীকে এখনও পর্যন্ত শনাক্ত করতে পারেনি পুলিশ৷ কারণ খুব অদ্ভুতভাবেই সিসিটিভি ফুটেজে ঘটনার কোনও ছবি দেখতে পাওয়া যায়নি৷

Advertisement

প্রবীণ এই সাংবাদিককে হত্যা করার পিছনে কে বা কারা রয়েছে, তা স্পষ্ট করে জানা না গেলেও, তাঁর পরিজনদের দাবি, স্থানীয় এক রাজনৈতিক নেতা এই খুনের সঙ্গে জড়িত৷ সেই রাজনৈতিক নেতার ছেলের কেচ্ছার বিষয়ে কিশোর খবর লিখেছিলেন এবং তার বদলা হিসাবেই প্রাণ দিতে হল তাঁকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement