ছবি: প্রতীকী
স্টাফ রিপোর্টার: ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় দফা ই-কাউন্সেলিংয়ে ভর্তি ফি জমা দেওয়ার সময়সূচি বাড়াল জয়েণ্ট এণ্ট্রান্স বোর্ড৷ আজ, শুক্রবার পর্যন্ত দ্বিতীয় দফা কাউন্সেলিংয়ে নাম প্রকাশিত হওয়া ছাত্র-ছাত্রীরা নিকটবর্তী এলাহাবাদ ব্যাঙ্কে গিয়ে টাকা জমা করার সুযোগ পাবেন৷ এছাড়াও অনলাইন ব্যাঙ্কিং ও ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়েও ফি জমা করা যাবে৷ বোর্ডের তরফে এ সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে৷ অন্যদিকে, বুধবার থেকেই মেডিক্যাল জয়েণ্টে বসার অ্যাডমিট কার্ড পাওয়া যাচ্ছে৷ বোর্ডের ওয়েবসাইট www.wbjeeb.nic.in থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে৷
ইঞ্জিনিয়ারিংয়ের কাউন্সেলিং সংক্রান্ত নির্দেশিকায় বলা হয়েছে, ৬ ও ৭ জুলাই ঈদের ছুটির জন্য ব্যাঙ্কের পরিষেবা বন্ধ থাকায় এই সিদ্ধান্ত৷ আজ, সন্ধে ছ’টা পর্যন্ত ভর্তির জন্য ভেরিফিকেশন প্রক্রিয়া চলবে রিপোর্টিং কেন্দ্রগুলিতে৷ বৃহস্পতিবার পর্যন্ত ভেরিফিকেশন ও টাকা জমা দেওয়ার প্রক্রিয়া চালু থাকার কথা ছিল৷ উল্লেখ্য, দ্বিতীয় দফার কাউন্সেলিং শুরু হয়েছে ৪ জুলাই৷ ওইদিন দ্বিতীয় পর্যায়ে প্রার্থীদের নাম-সহ আসন প্রকাশ করা হয়৷ প্রথম দফায় ডাক না পাওয়া ও আপগ্রেডেশন চাওয়া প্রার্থীরা এই দফায় অংশ নিয়েছেন৷ প্রার্থীরা যাতে সকালের দিকে তাড়াতাড়ি টাকা জমা করে রিপোর্টিং কেন্দ্রে উপস্থিত হন, সেজন্য বোর্ডের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে৷ মেডিক্যালের পরীক্ষা হবে ২০ জুলাই৷ রাজ্যে মোট ১৫১টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা হবে৷ পরীক্ষায় বসতে চলেছেন ৭৫,৮৬২ জন পরীক্ষার্থী৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.